এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলা-1-পদ্য-7-সেইদিন-এই-মাঠ – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলা-1-পদ্য – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1011
10101. সোনার স্বপ্নের সাধ পৃথিবীতে কবে আর ঝরে। – পঙক্তিটিতে কবি জীবনানন্দ দাশের কোন অনুভূতির বহিঃপ্রকাশ ঘটেছে?
- প্রকৃতিপ্রেম
- আশঙ্কা
- মমত্ববোধ
- আকাঙ্ক্ষা
10102. লক্ষ্মীপেঁচা তার লক্ষ্মীর তরে গান গাওয়া বলতে কী বোঝায়?
- আনন্দের বিস্তার
- প্রাণময় আবেদন
- মমত্বের অনুভাবনা
- স্নেহকাতর ভালোবাসা
10103. প্রকৃতি তার আপন রূপ-রস-গন্ধ নিয়ে কী হয়ে উঠেছে?
- ক্ষণস্থায়ী
- চিরস্থায়ী
- স্বপ্নময়
- প্রাণময়
10104. চালতাফুল কি আর ভিজিবে না শিশিরের জলে – এখানে কবি কোন সময়ের কথা বলেছেন?
- যখন পৃথিবী থাকবে না
- যখন সৌন্দর্য থাকবে না
- যখন সভ্যতা থাকবে না
- যখন কবি থাকবেন না
10105. জীবনানন্দ দাশ কত খ্রিস্টাব্দে এম.এ ডিগ্রি লাভ করেন?
- 1920
- 1921
- 1922
- 1923
10106. জীবনানন্দ দাশের মৃত্যুর কারণ কী?
- ট্রেন দুর্ঘটনা
- নৌকাডুবি
- ট্রাম দুর্ঘটনা
- বাস দুর্ঘটনা
10107. মরণশীল ব্যক্তিমানুষ মৃত্যুর কোলে ঢলে পড়ে, কিন্তু চিরকালের ব্যস্ততা থাকে –
- সমুদ্রে
- পাহাড়ে
- আকাশে
- প্রকৃতিতে
10108. সেইদিন এই মাঠ কবিতায় পরম গন্ধের ঢেউয়ে কোনটি ভেজার কথা বলা হয়েছে?
- গোলাপ ফুল
- কদম ফুল
- চালতা ফুর
- পদ্ম ফুল
10109. সেইদিন এই মাঠ কবিতায় কটি সভ্যতা বিলুপ্তির কথা বলা হয়েছে?
- দুটি
- তিনটি
- চারটি
- পাঁচটি
10110. জীবনানন্দ দাশ কলকাতার কোন কলেজ থেকে শিক্ষালাভ করেন?
- প্রেসিডেন্সি কলেজ
- রিপন কলেজ
- কলকাতা কলেজ
- সেন্ট ডেভিয়ার্স কলেজ
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "এসএসসি-বাংলা-1-পদ্য-7-সেইদিন-এই-মাঠ - এসএসসি-বাংলা-1-পদ্য - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1011"