এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলা-1-পদ্য-5-ঝর্ণার-গান – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলা-1-পদ্য – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 987
9861. পুলক – এর বিপরীত শব্দ হলো –
- হর্ষ
- বিষাদ
- হৃষ্ট
- অলক
9862. পায়ে নূপুর কোন ফুরের?
- টগর
- গোলাপ
- জবা
- মাধবী
9863. ঝর্ণা কার বোল সাধে?
- শালিকের
- চড়ুইয়ের
- বুলবুলির
- ময়নার
9864. ঝর্ণা কীভাবে অপূর্ব সৌন্দর্য সৃষ্টি করে?
- সারাদিন ঝরে পড়ে
- পাথরের সঙ্গে আঘাত হেনে
- সাগরের জলে পড়ে
- ভয় দেখিয়ে
9865. চাতক কোথা থেকে জল নিবে?
- পুকুর
- নদী
- পাঁক থেকে
- পাতকুয়া থেকে
9866. কখন পাখির ডাক শোনা যায় না?
- ভোরে
- সকালে
- দুপুরে
- বিকালে
9867. ঝর্ণা দুল দোলায়ে ভোলায় –
- তৃষ্ণা
- চোখ
- মন
- প্রেম
9868. চপল শব্দের অর্থ কী?
- চাঞ্চল্য
- চকিত
- বিরায়ত
- চিন্ময়
9869. গিরির হিম ললাট কার উদ্ভবে ঘামল?
- কবির
- ঝরনার
- ঝিঁঝি পোকার
- টগর ফুলের
9870. সত্যেন্দ্রনাথ দত্ত কত খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন?
- 1881
- 1882
- 1883
- 1884
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "এসএসসি-বাংলা-1-পদ্য-5-ঝর্ণার-গান - এসএসসি-বাংলা-1-পদ্য - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 987"