এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলা-1-পদ্য-5-অন্ধবধূ – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলা-1-পদ্য – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 982
9811. অন্ধবধূ কবিতায় বাসে কথাটির মানে কী?
- বাসস্থানে
- গৃহে
- গন্ধে
- দুর্গন্ধে
9812. অন্ধবধূর নিঃসঙ্গতার কারণ কী?
- ছোট সংসার
- স্বামীর প্রবাস
- স্বামীর অবহেলা
- স্বামী কর্তৃক পরিত্যক্ত হওয়া
9813. ঠাকুরঝিকে অন্ধবধূ আস্তে চলতে বলছে কেন?
- বকুল ফুল পায়ের তলায় নষ্ট হয়ে যাবে
- অন্ধবধূ ঠাকুর ঝিকে পাচ্ছে না তাই
- অন্ধবধূ বুঝতে চেষ্টা করছে নরম জিনিসটা কী?
- অন্ধ হওয়ায় দ্রুত হাঁটতে পারছে না তাই
9814. আচ্ছা দিদি, কী করবে ভাই তারা – জন্ম লাগি গিয়েছে যার চোখ! বাক্যটি দ্বারা বোঝায় –
- সমাজের প্রতি ধিক্কার
- অন্ধত্বের কষ্ট গভীরভাবে অনুভব
- ডুবে মরলে অন্ধত্বের অভিশাপ ঘুচত
A,B
9815. যতীন্দ্রমোহন বাগচী কোন জেলায় জন্মগ্রহণ করেন?
- নদীয়া
- হুগলি
- বর্ধমান
- নাটোর
9816. অন্ধবধূ গভীরভাবে অনুভব করে –
- স্বামী বিরহের বেদনা
- অন্ধত্বের কষ্ট
- মানুষের অবহেলা
- পায়ের তলার নরম বস্তু
9817. অন্ধবধূ নৈরাশ্যবাদী মানুষ নয় কেন?
- জীবনের প্রতি ভালোবাসার কারণে
- স্বামীকে ভালোবাসার কারণে
- ননদের সঙ্গে সুসম্পর্কের কারণে
- প্রতিবন্ধিতা জয় করার কারণে
9818. কাকে একটু আস্তে চলার জন্য বলা হয়েছে?
- খোকাকে
- বাবাকে
- মাকে
- ঠাকুর ঝিকে
9819. কোকিল-ডাকা শুনেছি সেই কবে। এখানে কোকিল-ডাকা দ্বারা ইঙ্গিত করা হয়েছে-
- গ্রীষ্মকালকে
- বর্ষাকালকে
- বসন্তকালকে
- শরৎকালকে
9820. পরভৃত শব্দের প্রতিশব্দ নিচের কোনটি?
- কোকিল
- কাক
- ময়ূর
- দোয়েল
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "এসএসসি-বাংলা-1-পদ্য-5-অন্ধবধূ - এসএসসি-বাংলা-1-পদ্য - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 982"