এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলা-1-পদ্য-5-অন্ধবধূ – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলা-1-পদ্য – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 980
9791. এমনি শঙ্কা জাগে – অন্ধবধুর এই শঙ্কা হলো –
- স্বামীকে হারানোর
- দিঘির জলে তলিয়ে যাওয়ার
- পঙ্গু হয়ে যাওয়ার
- শশুড়বাড়ি সাথে সম্পর্ক ছিন্ন হওয়ার
9792. আমের গায়ে বরণ দেখা যায়? এখানে বরণ দ্বারা কী বোঝানো হয়েছে?
- গ্রহন
- বর্জন
- রং
- মুকুল
9793. দোর শব্দের অর্থ কী?
- দরজা
- জানালা
- উঠান
- পুকুরপাড়
9794. নাগকেশর কোন ধরনের রচনা?
- উপন্যাস
- ছোটগল্প
- কাব্য
- নাটক
9795. অন্ধবধূ কবিতায় যে পাখির কথা উল্লেখ করা হয়েছে –
- কোকিল
- হুতুম
- চোখ গেল
A,C
9796. অন্ধবধূ কীভাবে বুঝতে পারল এটা ঝরা বকুল?
- অনুভূতি দিয়ে
- ঠাকুরঝি বলে দিয়েছে
- স্বপ্নে দেখেছিল
- গন্ধ মুঁকে
9797. অন্ধবধূ কবিতার পরশ কিসের মতো?
- বাবার মতো
- মায়ের মতো
- শিশুর মতো
- বোনের মতো
9798. মহাভারতী গ্রন্থটির আঙ্গিক কোনটি?
- কাব্য
- নাটক
- মহাকাব্য
- গীতিকবিতা
9799. নাসরীনের স্বামী চাকরির সুবাদে প্রবাসজীবন যাপন করেছেন। দীর্ঘ সময় ধরে স্বামীর খোঁজ-খবর নেই, তাঁর সঙ্গের যারা বিদেশে থাকেন তারা মাঝে মাঝে আসেন-যান। কেবল তার স্বামীই যেন সবার থেকে আলাদা। নাসরীন স্বামীর জন্য দিনের পর দিন অপেক্ষার দিন গোনে।বিরহ কাতরতা|ব্যাকুলতা|অভিমান
- 12
- 23
- 13
- 12
9800. নাসরীনের স্বামীর সাথে অন্ধবধূ কবিতার যে চরিত্রের সাদৃশ্য রয়েছে সেটি হলো –
- ঠাকুর ঝি
- অন্ধবধূ
- ঠাকুর ঝির ভাই
- পাড়ার মানুষ
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "এসএসসি-বাংলা-1-পদ্য-5-অন্ধবধূ - এসএসসি-বাংলা-1-পদ্য - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 980"