এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলা-1-পদ্য-3-জীবন-সঙ্গীত – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলা-1-পদ্য – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 954
9531. নীর শব্দের অর্থ কোনটি?
- ঘর
- বাসা
- পানি
- নিরাপদ আশ্রয়
9532. সকলি ঘুচায় কী?
- বন
- নীর
- কাল
- পণ
9533. জগতে দুর্লভ কী?
- জীবাত্মা
- শৈবাল
- প্রাণ
- মহিমা
9534. হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের পিতার নাম কী?
- কৈলাশচন্দ্র বন্দ্যোপাধ্যায়
- মুখচন্দ্র বন্দ্যোপাধ্যায়
- জ্ঞানচন্দ্র বন্দ্যোপাধ্যায়
- রামচন্দ্র বন্দ্যোপাধ্যায়
9535. মহিমাই জগতে দুর্লভ – এ বাক্যে প্রকাশিত হয়েছে –
- জগতে মাহাত্ম্য লাভ বড় কঠিন
- গৌরব জগতে বড় মহামূল্য জিনিস
- জগতে মহিমা দুষ্প্রাপ্য
A,B
9536. বীরবাহু কাব্যের রচয়িতা কে?
- মাইকেল মধুসূদন দত্ত
- রবীন্দ্রনাথ ঠাকুর
- হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়
- নবীনচন্দ্র সেন
9537. জীবন সঙ্গীত কবিতায় সংসার-সাগর-তীরে বলতে কবি বুঝিয়েছেন –
- সংসারক্ষেত্রকে
- মর্ত্যকে
- যুদ্ধক্ষেত্রকে
A,B
9538. জীবন সঙ্গীত কবিতায় চিত্রিত হয়েছে –
- বাংলার কথা
- মানুষের কথা
- জীবনের কথা
B,C
9539. বৈরাগ্যের সাথে সাদৃশ্য রয়েছে –
- আলেমদের
- মূর্খদের
- বাউলদের
- শিল্পীদের
9540. অনিত্য মানে –
- চিরস্থায়ী
- অস্থায়ী
- ক্ষণস্থায়ী
B,C
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "এসএসসি-বাংলা-1-পদ্য-3-জীবন-সঙ্গীত - এসএসসি-বাংলা-1-পদ্য - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 954"