এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলা-1-পদ্য-3-জীবন-সঙ্গীত – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলা-1-পদ্য – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 952
9511. মহাজন শব্দের ব্যাসবাক্য কী?
- মহৎ যে জন
- মহান জন
- মহান যে জন
- মহতী যে জন
9512. সঠিক বানান কোনটি?
- সকল্প
- সঙ্খল
- কঙ্কল্প
- সংকল্প
9513. কবি কাতর তে নিষেধ করেছেন –
- অতীতের সুখের দিন চিন্তা করে
- ভয়ে ভীত হয়ে
- সফলতা না পেয়ে
- অতীতের দুঃখের কথা চিন্তা না করে
9514. জগতে দুর্লভ কোনটি?
- সম্পদ
- সুখ
- দুঃখ
- মহিমা
9515. জীবনে সুখের আশা না করার কারণ –
- তা জীবনে দুঃখের ফাঁস হয়ে দেখা দেয়
- মানবজীবনের উদ্দেশ্য তা নয়
- সুখের আশা করলে প্রচুর পরিশ্রম করতে হয়
B,C
9516. আশ শব্দের সমার্থক কোনটি?
- আশা
- তন্তু
- স্বপ্ন
- অনুরাগ
9517. মহিমা শব্দটি ব্যাকরণের কোন নিয়মে গঠিত?
- সন্ধির
- প্রকৃতি-প্রত্যয়ের
- সমাসের
- উপসর্গের
9518. যুদ্ধক্ষেত্রে সৈনিকরা কেমন প্রকৃতির হয়?
- সাহসী
- দুর্বল
- ভীতু
- আন্তরিক
9519. জীবন সঙ্গীত কবিতাটি কোন কবির ইংরেজী কবিতার বাংলা অনুবাদ?
- শেকসপিয়ার
- বায়রন
- টি এস এলিয়ট
- হেনরি ওয়ার্ডসওয়ার্থ লংফেলো
9520. বীর্যবান অর্থ কী?
- সাহসী
- বুদ্ধিমান
- শক্তিমান
- ধৈর্যশীল
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "এসএসসি-বাংলা-1-পদ্য-3-জীবন-সঙ্গীত - এসএসসি-বাংলা-1-পদ্য - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 952"