এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলা-1-পদ্য-3-জীবন-সঙ্গীত – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলা-1-পদ্য – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 951
9501. জীবন সঙ্গীত কবিতায় কবি হেমচন্দ্র কোনটিকে জীবনের উদ্দেশ্য নয় বলে মত প্রকাশ করেছেন?
- সংসারী হওয়া
- সুখের আশা করা
- মনীষীদের অনুসরণ করা
- বরণীয় হওয়ার চেষ্টা করা
9502. আকিঞ্চন শব্দের সমার্থক শব্দ কোনটি?
- কুঞ্চন
- প্রসারণ
- কিঞ্চিত
- চেষ্টা/আকাঙ্ক্ষা
9503. জীবন সঙ্গীত কবিতায় এ জবিন কিসের স্বপন?
- উষার
- দিবা
- ভুলের
- নিশার
9504. নিশার স্বপন বলতে কবি কী বুঝিয়েছেন?
- রাতের স্বপ্নের মতোই ভয়ংকর
- রাতের স্বপ্নের মতোই মধুময়
- রাতের স্বপ্নের মতোই মিথ্যা
- রাতের স্বপ্নের মতোই আকাঙ্ক্ষিত
9505. জীবন সঙ্গীত কবিতাটি কোন কবিতার অনুবাদ?
- A Psalm of L1fe
- A Pleasure of L1fe
- D1amond Doll
- The Sand’s of Dee
9506. কবি হেমচন্দ্র মানুষের জীবনকে কীসের সাথে তুলনা করেছেন?
- কুসুমিত কানন
- সমরাঙ্গন
- পুষ্পশয্যা
- মেঠো পথ
9507. আমরাও বরণীয় হতে পারব –
- মহাজ্ঞানী মহাজনের পথ লক্ষ করে
- স্বীয় কীর্তি ধ্বজা ধরে
- বাহ্যদৃশ্যে মন ভুলিযে
A,B
9508. জীবন সঙ্গীত কবিতায় যশোদ্ধার বলতে কবি বুঝিয়েছেন –
- গৌরবের মুহূর্ত
- মৃত্যুক্ষণ
- প্রাতঃস্মরণীয় হওয়ার ক্ষণ
A,C
9509. জীবন সঙ্গীত কবিতায় কবি হেমচন্দ্র কোন কালের প্রতি সর্বাধিক গুরুত্ব আরোপ করেছেন?
- অতীত
- বর্তমান
- ভবিষ্যৎ
- নিত্যবৃত্ত অতীত
9510. আমাদের জীবন কেবল নিছক কী নয়?
- সুখ
- স্থির
- দুঃখ
- স্বপ্ন
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "এসএসসি-বাংলা-1-পদ্য-3-জীবন-সঙ্গীত - এসএসসি-বাংলা-1-পদ্য - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 951"