এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলা-1-পদ্য-3-জীবন-সঙ্গীত – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলা-1-পদ্য – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 962
9611. তুমি কার কে তোমার – এই অন্তঃসারশূন্য ভাবনা কোথা থেকে মানুষকে বিচ্ছিন্ন করে ফেলে?
- পারলৌকিক চিন্তা থেকে
- বৈরাগ্য থেকে
- আত্মস্বার্থ নিমগ্নতা থেকে
- পূর্ণাঙ্গ জীবনযাপন থেকে
9612. হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় কত সালে স্নাতক ডিগ্রি লাভ করেন?
- 1853
- 1855
- 1857
- 1859
9613. চিরকাল দেহকে আঁকড়ে থাকতে পারে না কোনটি?
- প্রেতাত্মা
- মহাত্মা
- জীবাত্মা
- পরমাত্মা
9614. কবি ভবিষ্যতের ওপর কী কমানোর কথা বলেছেন?
- বিশ্বাস
- আস্থা
- নির্ভরতা
- ভরসা
9615. জীবন সঙ্গীত কবিতায় কবি কীভাবে মানুষকে পৃথিবীতে বেঁচে থাকতে বলেছেন?
- ভীরুর মতো
- স্বার্থপরের মতো
- সাহসী যোদ্ধার মতো
- আত্মচিন্তায় মগ্ন থেকে
9616. জীবন সঙ্গীত কবিতাটির রচয়িতা –
- হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়
- সুনীল গঙ্গোপাধ্যায়
- রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়
- বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
9617. কোন চিহ্ন লক্ষ করে কেউ একজন যশোদ্ধারে আসবে?
- সুখ চিহ্ন
- দুঃখ চিহ্ন
- বিজয় চিহ্ন
- পদাঙ্ক চিহ্ন
9618. কবির দৃষ্টিতে, কাল ঘোচায় –
- সহায়
- সম্পদ
- বল
A,B,C
9619. সমরাঙ্গন বলতে কী বোঝায়?
- যুদ্ধক্ষেত্র
- বাড়ির উঠান
- সুন্দর বারান্দা
- কর্মক্ষেত্র
9620. হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় স্বদেশপ্রেমের অনুপ্রেরণায় কোন মহাকাব্য রচনা করেছেন?
- বৃত্রসংহার
- পলাশীর যুদ্ধ
- মহাশ্মশান
- মেঘনাদবধ কাব্য
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "এসএসসি-বাংলা-1-পদ্য-3-জীবন-সঙ্গীত - এসএসসি-বাংলা-1-পদ্য - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 962"