এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলা-1-পদ্য-3-জীবন-সঙ্গীত – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলা-1-পদ্য – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 959
9581. জীবন সঙ্গীত কবিতাটির রচয়িতা কে?
- রবীন্দ্রনাথ ঠাকুর
- নির্মলেন্দু গুণ
- হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়
- আবু জাফর ওবায়দুল্লাহ
9582. জীবন সঙ্গীত কবিতার আলোকে এ পৃথিবীকে বলা ঠিক হবে না –
- স্বপ্নের জগৎ
- মায়ার জগৎ
- সফলতার জগৎ
A,B
9583. কবি প্রাতঃস্মরণীয় বলতে কাদেরকে বুঝিয়েছেন?
- সকলের শ্রদ্ধা ও সম্মানের পাত্র
- সকলের বিশ্বাসের পাত্র
- সকলের নিন্দার পাত্র
- সকলের অবজ্ঞা ও ঘৃণার পাত্র
9584. দারা শব্দের অর্থ কী?
- পুত্র
- কন্যা
- স্বামী
- স্ত্রী
9585. ভবের উন্নতি করবার জন্য অপরিহার্য –
- সংসারে সংসারী সাজ ধারণ করা
- নিত্য নিজ কাজ করা
- সুখের আশা করা
A,B
9586. হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের কাব্যগ্রন্থ হলো –
- বীরবাহু
- আশাকানন
- ছায়াময়ী
A,B,C
9587. অতীত সুখ স্মৃতি রোমন্থনে আবেগ-
- তাড়িত না হওয়া
- নিত্য নিজ কাজ করা
- জীবন শৈবালের মতো স্থায়ী
A,B
9588. কবি বাহ্যদৃশ্যে ভুলতে নিষেধ করেছেন, কেননা –
- মানবজীবন তাৎপর্যময়
- মানবজবিন একবারই ধারণ করা যায়
- মানবজীবনে উপভোগ-ভোগের অনেক কিছু রয়েছে
A,B
9589. মানুষের মৃত্যু হলো –
- অনিবার্য
- নিবার্য
- সম্ভাবী
- প্রতিরোধী
9590. জীবন সঙ্গীত কবিতায় কবি সহায় সম্পদকে বলেছেন –
- মূল্যবান
- চিরস্থায়ী
- ক্ষণিকের
- প্রয়োজনীয় বস্তু
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "এসএসসি-বাংলা-1-পদ্য-3-জীবন-সঙ্গীত - এসএসসি-বাংলা-1-পদ্য - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 959"