এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলা-1-পদ্য-19-আম-আঁটির-ভেঁপু – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলা-1-পদ্য – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 929
9281. আঙ্গিকের দিক থেকে দৃষ্টিপ্রদীপ গ্রন্থের সাথে সাদৃশ্য রয়েছে কোন গ্রন্থের?
- মৌরীফুল
- যাত্রাবদল
- মেঘমল্লার
- আরণ্যক
9282. দুর্গা খেলা বন্ধ করে সব বিচি আঁচলে বেঁধে কীভাবে বাড়ির বাইরে গেল?
- ময়লা কাপড় পড়ে
- রুক্ষ চুল উড়িয়ে
- হাতে লাঠি নিয়ে
- মায়ের কথা ভাবতে ভাবতে
9283. হরিহরের চরিত্র বিশ্লেষণ করে তাঁর সম্পর্কে যে তথ্যগুলো পাওয়া যায় –
- আবেগের নিয়ন্ত্রণ
- অর্থনৈতিক অস্বচ্ছলতা
- সম্পদের উচ্চাভিলাস
A,B
9284. গ্রাম ছাড়ার ব্যাপারে হরিহর কার সঙ্গে পরামর্শ করতে চেয়েছিল?
- ভট্টাচার্য মহাশয়ের সঙ্গে
- মজুমদার মহাশয়ের সঙ্গে
- আচর্য মহাশয়ের সঙ্গে
- সরকার মহাশয়ের সঙ্গে
9285. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বাংলা কথাসাহিত্যে অমর হয়ে আছেন, কেননা, তিনি –
- প্রকৃতিকে তুলে ধরতে পেরেছেন
- জীবনকে নিখুঁতভাবে উপস্থাপন করেছেন
- প্রকৃতি ও মানুষের মেলবন্ধন ঘটিয়েছেন
A,B,C
9286. অপুর দাঁত টক হয়েছে কী খেয়ে?
- তেঁতুল
- জলপাই
- কামরাঙ্গা
- আম
9287. তেলের ভাঁড় ছুঁলে দুর্গাকে মারবে কেন?
- কুসংস্কারের কারণে
- অপচয়ের কারণে
- না জানানোর কারণে
9288. সর্বজয়া ক্ষার কেচেছে –
- সকাল থেকে
- বিকাল থেকে
- দুপুর থেকে
- ভোর থেকে
9289. রোয়াক শব্দের অর্থ হলো –
- বারান্দা
- দরজা
- উঠান
- জানালা
9290. কার অজ্ঞাতসারে অপু কড়িগুলো নিয়েছিল?
- বাবার
- মায়ের
- দিদির
- প্রতিবেশির
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "এসএসসি-বাংলা-1-পদ্য-19-আম-আঁটির-ভেঁপু - এসএসসি-বাংলা-1-পদ্য - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 929"