এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলা-1-পদ্য-19-আম-আঁটির-ভেঁপু – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলা-1-পদ্য – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 928
9271. দুর্গা অপুকে কেমন ছেলে বলেছে?
- ভালো
- দুষ্টু
- বুদ্ধিমান
- হাবা
9272. স্নিগ্ধা ছোট ভাইয়ের জন্য সবসময় কিছু না কিছু রেখে দেয়। গল্পের দুর্গার ক্ষেত্রেও একই ঘটনা ঘটে। তাদের উভয়ের চরিত্রে রয়েছে –
- ভাইয়ের প্রতি মমত্ববোধ
- ভাইয়ের প্রতি ভালোবাসা
- ভাইয়ের প্রতি স্নেহভাব
A,B,C
9273. ওতে খেলো হয়ে যেতে হয় বলতে হরিহর বোঝাতে চেয়েছে –
- ব্যক্তিত্ব হালকা হয়ে যায়
- বলার সঙ্গে সঙ্গে রাজি হতে নেই
- সহজে কোনো কথায় রাজি হতে নেই
A,B
9274. হরিহর রায়ের জাতিভ্রাতার নাম কী?
- শশীকান্ত রায়
- শ্রীধর রায়
- নীলাঞ্জনা রায়
- নীলমণি রায়
9275. কে সর্বজয়াকে দুবেলা তাগাদা দিচ্ছে?
- রাধা বোষ্টমের বৌ
- সিধু বোষ্টমের বৌ
- নিধু বোষ্টমের বৌ
- চাঁদ বোষ্টমের বৌ
9276. হরিহর ককন কাজ সেরে বাড়ি ফিরল?
- সকারের একটু পরে
- দুপুরের একটু পরে
- বিকালের একটু পরে
- সন্ধ্যার একটু পরে
9277. আম আঁটির ভেঁপু গল্পে কোন মাসের রোদের কথা উল্লেখ আছে?
- বৈশাখ
- চৈত্র
- জ্যৈষ্ঠ
- ভাদ্র
9278. ভুবন মুখুয্যের বাড়ি হরিহর রায়ের বাড়ি থেকে কত সময়ের পথ?
- চার মিনিটের
- পাঁচ মিনিটের
- ছয় মিনিটের
- সাত মিনিটের
9279. আম আঁটির ভেঁপু গল্পের মাতবর গোছের লোকটার জাত কী?
- সদগোপ
- দুলে
- মেথর
- কর্মকার
9280. নিচের কোনটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস?
- মেঘমল্লার
- আরণ্যক
- যাত্রাফুল
- মৌরিফুল
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "এসএসসি-বাংলা-1-পদ্য-19-আম-আঁটির-ভেঁপু - এসএসসি-বাংলা-1-পদ্য - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 928"