এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলা-1-পদ্য-19-আম-আঁটির-ভেঁপু – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলা-1-পদ্য – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 927
9261. সর্বজয়া ক্ষার কাঁচতে কোথায় গেছে?
- ইঁদারায়
- কলতলায়
- ঘাটে
- খালে
9262. সর্বজয়ার গা গতর ব্যথা হয়ে গিয়েছিল কেন?
- অসুস্থতার কারণে
- বাড়ি ঝাঁট দিয়ে
- গাছ কাটতে গিয়ে
- ক্ষার কেচে
9263. কালমেঘ অর্থ কী?
- মেঘের রঙ
- ঝড়ের পূর্বাভাস
- যকৃতের রোগে উপকারী এক প্রকার তিক্ত গাছ
- এক প্রকার কালো ফল
9264. অপুকে দেখচি নে উক্তিটি কার?
- সর্বজয়ার
- দুর্গার
- হরিহরের
- সেজ ঠাকরের
9265. আম আঁটির ভেঁপু গল্পের হরিহরের ক্ষেত্রে যে এটি সমর্থনযোগ্য –
- দরিদ্র
- উচ্চবংশীয়
- অকর্মা
A,B
9266. মাতবর লোকটি হরিহরকে ভাবে –
- পিতৃতুল্য
- দেবতুল্য
- ভ্রাতৃতুল্য
- গুরুতুল্য
9267. দিদির পেছনে পেছনে অপু কী দেখতে গিয়েছিল?
- বাছুর ধরা
- দুধ দোয়া
- গাই বাঁধা
- গাই ধরা
9268. মাতবর গোছের লোকটি হরিহরের কাছ থেকে কী নিতে চায়?
- মন্তর
- অর্থ
- সাহায্য
- প্রতিশ্রুতি
9269. মৌ বাইরে থেকে এসে মা-বাবার সামনে দিয়ে যেতে ভয় পায়। আম আঁটির ভেঁপু গল্পের দুর্গার ক্ষেত্রে একই ঘটনা ঘটে। তাদের উভয়ের চরিত্রে রয়েছে –
- অপরাধবোধ
- কারুরুষতা
- সাহসের অভাব
A,C
9270. বিভূতিভূষণের উপন্যাসে ফুটে উঠেছে –
- প্রাকৃতিক সৌন্দর্যের নানা রূপরেখা
- নাগরিক জীবনের দুঃখ-কষ্ট
- মানুষের সহজ-সরল জীবনচিত্র
A,C
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "এসএসসি-বাংলা-1-পদ্য-19-আম-আঁটির-ভেঁপু - এসএসসি-বাংলা-1-পদ্য - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 927"