এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলা-1-পদ্য-16-সহপাঠ–বহিপীর – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলা-1-পদ্য – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 904
9031. চিন্তামুক্ত করতে হাশেম তাহেরাকে কী কথা দিয়েছিল?
- আপনি এখানে নিশ্চিন্তে থাকতে পারেন
- পীর সাহেবের সঙ্গে আপনাকে যেতে হবে না
- আমি আপনাকে বিয়ে করব
- আপনাকে কেউ নিয়ে যাবে না
9032. সাহিত্যের একটি সমৃ্দ্ধ শাখা উপন্যাস । বৈশিষ্ট্যানুসারে এর সংজ্ঞা হলো- গ্রন্থাকারের ব্যক্তিগত জীবনদর্শন ও জীবনানুভূতি কোনো বাস্তব কাহিনীকে অবলম্বন করে যে বর্ণনাত্মক শিল্পকর্মে রূপায়িত হয়, তাকে উপন্যাস বলে। অর্থাৎ উপন্যাসে লেখকের জীবনদর্শন ও জীবনানুভূতি কোনো কাল্পনিক বা বাস্তব কাহিণী অবলণম্বনে বর্ণনাত্মক শিল্পকর্মে রূপায়িত হয়।যিনি উপন্যাস রচনা করেন তিনি হচ্ছেন-
- উপন্যাস রচয়িতা
- উপন্যাসিক
- ঔপন্যাসিক
- উপন্যাসকার
9033. বাংলা উপন্যাসের সূচনালগ্নে প্রাধান্য পেয়েছে-
- সামাজিক নকশা
- সামাজিক অসংগতি নিয়ে ব্যঙ্গ-বিদ্রুপ
- অনুবাদের মাধ্যমে কাহিনী গ্রহণ
A,B
9034. কালই নিলামে কী উঠবে?
- জমিদারি
- বজরা
- ছাপাখানা
- নৌকাটি
9035. আপনারা কোরবানির গোস্ত খেতে পারেন, কিন্তু গরু জবাই দেখতে পারেন না- কথাটিতে তাহেরা বুঝিয়েছে-
- মনে দয়া থাকলেও সাহস নাই
- খাওয়ার আশা করলেও মৃত্যু দেখে ভয় পায়
- নির্বোধের মতো ব্যবহার ভালো নয়
A,B
9036. গণকবর মানে-
- সবার সামনে কবর দেওয়া
- কাফন ছাড়া কবর দেওয়া
- সবাইকে এক গর্তে কবর দেওয়া
B,C
9037. নোলক বুয়া অবাক বিষ্ময়ে যেটি বলে, তা হলো-
- ওরা তো আবার আসবে
- যখন যাকে পাবে তাকে মারবে
- আমরা ছেড়ে দেব না
A,B
9038. কে বুকের ভেতর ধরে রেখেছে মুক্তিযুদ্ধ?
- কাকতাড়ুয়া
- কুকুর
- ঘাসফড়িং
- বানর
9039. বহিপীর চরিত্রটি একটি নেতিবাচক চরিত্র। কারণ-
- ব্যক্তিস্বার্থে জীবনকে গণনা করে
- ব্যক্তিস্বার্থে জগৎকে গণনা করে
- ব্যক্তিস্বার্থে অতিক্রম করে
A,B
9040. গত জুম্মা রাতে তাহেরা বিবি নামে একটি বালিকার-
- অকাল মৃত্যুতে আমি শোকাহত হই
- সঙ্গে আমার শাদি মোবারক সম্পন্ন হয়
- নামে মিথ্যা অপবাদ ছাড়ানো হয়েছে
- দুষ্কৃতকারীরা যথাসর্বস্ব নিয়ে পালিয়ে যায়
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "এসএসসি-বাংলা-1-পদ্য-16-সহপাঠ--বহিপীর - এসএসসি-বাংলা-1-পদ্য - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 904"