এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলা-1-পদ্য-16-সহপাঠ–বহিপীর – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলা-1-পদ্য – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 900
8991. ছোটবেলায় বুধা কেমন ছিল?
- চতুর
- বুদ্ধিমান
- সাহসী
- লক্ষ্মী ছেলের মতো
8992. ঝড়ের সময় বজরাটি কোথায় অবস্থান নিয়েছিল?
- খালের ভিতরে
- ডেমরা ঘাটে
- একটি গাছের নিচে
- বড় লঞ্চের নিকটে
8993. বহিপীর নাটকে কে নিজেকে কসাইয়ের মতো মনে করেন?
- হাশেম
- হাতেম
- বহিপীর
- খোদেজা
8994. তাহেরা কোন শর্তে পীর সাহেবের সঙ্গে যেতে রাজি হয়েছিল?
- হাশেমের স্বপ্ন পূরণ করে দিতে হবে
- তার চাচাত ভাইকে ক্ষমা করতে হবে
- আগে জমিদারকে টাকা দিতে হবে তারপর সে যাবে
- তাকে সুন্দর একটি বাড়ি কিনে দিতে হবে
8995. মিথ্যা কথা বলা সম্বন্ধে হাতেমের ধারণা কী ছিল?
- মিথ্যাকে কখনো চাপা দেওয়া যায় না
- মিথ্যা বলা মহাপাপ
- একবার শুরু হলে তার শেষ নেই
- উদ্দেশ্য সাধনের জন্য মিথ্যা বলতে হয়
8996. বুধা হাসলে কীসের ফুল ফোটে?
- জ্যোৎস্নার
- তারার
- চাঁদের
- আলোর
8997. বহিপীরের কানে কোন ভাষা অত্যন্ত কটু ঠেকে?
- চলিত ভাষা
- কথ্য ভাষা
- সাধু ভাষা
- উপভাষা
8998. সৈয়দ ওয়ালীউল্লাহ্ কোন পত্রিকার সাংবাদিক ছিলেন?
- দৈনিক আজাদ
- দৈনিক স্টেটসম্যান
- দৈনিক বাংলা
- দৈনিক ইত্তেফাক
8999. মুক্তিযুদ্ধের আগে শাহাবুদ্দিন ছিলেন?
- গায়ক
- সাংবাদিক
- শিল্পী
- শিক্ষক
9000. তাহেরাকে জোর করে কারা বিয়ে দিয়েছিল-
- গ্রামবাসী
- সৎ মা
- তার বাপজান
B,B
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "এসএসসি-বাংলা-1-পদ্য-16-সহপাঠ--বহিপীর - এসএসসি-বাংলা-1-পদ্য - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 900"