এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলা-1-পদ্য-16-সহপাঠ–বহিপীর – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলা-1-পদ্য – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 899
8981. কার কাজের শেষ নাই?
- নোলক বুয়ার
- বুধার
- কুন্তির
- আতা ফুপুর
8982. কারা খায় দায়, ফুর্তি করে আর মানুষ ধরে নিয়ে যায়?
- মুক্তিযোদ্ধারা
- হানাদাররা
- গ্রামের লোকজন
- রাজাকাররা
8983. প্রহসন হচ্ছে এমন নাটক, যাতে থাকে-
- করুণ পরিণতি
- সমাজের অসংগতির প্রতি বিদ্রূপ
- হাস্যরসের প্রাধান্য
B,C
8984. বহিপীর নাটকে পরিলক্ষিত হয়েছে-
- জমিদারের অমানুষিক অত্যাচার
- পাকিস্তানি শাসকের নির্যাতন
- পীর সম্প্রদায়ের সৃষ্ট ধর্মীয় কুসংস্কার
8985. হাতেম আলি স্ত্রী ও পুত্রের কাছে কোন কথাটি গোপন রেখেছে?
- নিজের অসুস্থতার কথা
- জমিদারি নিলামে উঠার কথা
- বাল্যবন্ধু আনোয়ারের কথা
- তাহেরা বিবির কথা
8986. উপন্যাসের শব্দ সংখ্যা কমপক্ষে হওয়া উচিত-
- বত্রিশ হাজার
- চল্লিশ হাজার
- পঁচিশ হাজার
- বিশ হাজার
8987. বুধার খাদ্য হলো-
- ফলপাকুড়
- নদীর পানি
- মুড়ি ও চা-বিস্কুট
A,B,C
8988. চোখের বালি কার লেখা?
- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
- শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
- রবীন্দ্রনাথ ঠাকুর
- প্যার্রীচাঁদ মিত্র
8989. জমিদার কীসের জন্য এতটা কাহিল হয়ে পড়েছিলেন?
- চিন্তা-ভাবনায়
- রোগ শয্যায়
- খাওয়া-দাওয়া না করায়
- নিদ্রাহীনতায়
8990. খোদেজা ও তাহেরা সকালবেলায় কোন কাজে ব্যস্ত ছিল?
- কাঠ শুকানোর
- পোশাক পরিষ্কারের
- পিঠা তৈরি করার
- রান্নাবান্নার
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "এসএসসি-বাংলা-1-পদ্য-16-সহপাঠ--বহিপীর - এসএসসি-বাংলা-1-পদ্য - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 899"