এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলা-1-পদ্য-13-স্বাধীনতা – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলা-1-পদ্য – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 872
8711. গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে অমর কবিতা শোনালেন –
- রাজনীতির কবি
- স্বাধীনতার মহানায়ক
- বাংলাদেশের স্থপতি
A,B,C
8712. সেই থেকে স্বাধীনতা শব্দটি আমাদের – কবে থেকে?
- ২৬-এ মার্চ স্বাধীনতা ঘোষণার পর থেকে
- ৭ই মার্চে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের পর থেকে
- পার্শ্ববর্তী রাষ্ট্র স্বাধীনতাকে স্বীকৃতি দেওয়ার পর থেকে
- ১৬ই ডিসেম্বর বিজয় লাভের পর থেকে
8713. সেই বিকেলটি ছিল কবির দৃষ্টিতে বাংলার মানুষের জন্য এক শ্রেষ্ঠ বিকেল। কারণ –
- এ বিকেলেই স্বাধীনতা যুদ্ধের ডাক এসেছে
- এ বিকেলেই রাজনীতির কবি শ্রেষ্ঠ কবিতা শোনান
- এ বিকেলেই স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দেন
A,B,C
8714. নির্মলেন্দু গুণ কত খ্রিস্টাব্দে বাংলা একাডেমী পুরস্কার লাভ করেন?
- 1980
- 1981
- 1982
- 1983
8715. নির্মলেন্দু গুণ কত সালে উচ্চ মাধ্যমিক পাস করেন?
- 1962
- 1963
- 1964
- 1965
8716. প্রেমাংশুর রক্ত চাই গ্রন্থটির রচয়িতা কে?
- রবীন্দ্রনাথ ঠাকুর
- কাজী নজরুল ইসলাম
- রফিক আজাদ
- নির্মলেন্দু গুণ
8717. জনসমুদ্রের জোয়ার জেগেছিল কোথায়?
- পার্কে
- রেসকোর্স উদ্যানে
- জাদুঘরে
- মসজিদে
8718. সেদিনের সেই প্রান্তরের বর্তমান নাম কী?
- বঙ্গবন্ধু উদ্যান
- জিয়া উদ্যান
- সোহরাওয়ার্দী উদ্যান
- পল্টন উদ্যান
8719. নির্মলেন্দু গুণের কবিতায় ফুটে উঠেছে –
- প্রতিবাদী চেতনা
- সমকালীন সামাজিক-রাজনৈতিক জীবনের ছবি
- পল্লি ও প্রকৃতির অপরূপ সৌন্দর্য
A,B
8720. রেসকোর্স ময়দান কালের আবর্তে এর এখনকার নাম কী?
- বঙ্গবন্ধু ময়দান
- সোহরাওয়ার্দী উদ্যান
- শেরে বাংলা উদ্যান
- ইয়াহিয়া ময়দান
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "এসএসসি-বাংলা-1-পদ্য-13-স্বাধীনতা"