এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলা-1-পদ্য-11-তোমাকে-পাওয়ার-জন্য – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলা-1-পদ্য – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 846
8451. নতুন নিশান বলতে কোনটি বোঝানো হয়েছে?
- স্বাধীন দেশের পতাকা
- নতুন কিছু গাওয়া
- সম্পদ ফিরে পাওয়া
- হৃত অর্থ ফিরে পাওয়া
8452. তেজি তরুণের পদভারে হতে চলেছে –
- ভূমিকম্প
- নবজাগরণ
- নতুন পৃথিবীর জন্ম
- অন্যায়-অবিচারের সমাপ্তি
8453. স্বাধীনতাকে পাওয়ার জন্য হরিদাসীর –
- ঘরবাড়ি ছাই হলো
- সিঁথির সিঁদুর মুছে গেল
- পঙ্গুত্ব মেনে নিতে হলো
- ভারতে পালিয়ে যেতে হলো
8454. তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা কবিতার হরিদাসী কাকে হারিয়েছে?
- স্বামীকে
- পুত্রকে
- কন্যাকে
- পিতাকে
8455. ঢাকায় কে রিকশা চালায়?
- মতলব মিয়া
- সগীর আলী
- করিম শেখ
- রুস্তম শেখ
8456. বনে-জঙ্গলে ঘুরে বেড়ানো তরুণের কাঁধে কী?
- রাইফেল
- মেশিনগান
- গ্রেনেড
- রকেট
8457. বাংলায় স্বাধীনতা আসবে –
- সাইরেন বাজিয়ে
- বাঁশি বাজিয়ে
- হুইসেল বাজিয়ে
- দামামা বাজিয়ে
8458. স্বাধীনতা হলো একটি দেশের প্রত্যেকটি নাগরিকের –
- জন্মগত অধিকার
- সংগ্রামের ফসল
- আকাঙ্ক্ষার ধন
- বিলাসের বস্তু
8459. কবিতার বিষয় ও উপাদানে শামসুর রাহমান কী কেন্দ্রিক?
- গ্রামকেন্দ্রিক
- শরহকেন্দ্রিক
- রাজনীতিকেন্দ্রিক
- পুঁজিবাদকেন্দ্রিক
8460. তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা কবিতায় সগীর আলীর বাড়ি হলো –
- শাহবাজপুরে
- শহরের প্রান্তে
- উজাড় করা বস্তিতে
- জেলেপাড়ায়
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "এসএসসি-বাংলা-1-পদ্য-11-তোমাকে-পাওয়ার-জন্য - এসএসসি-বাংলা-1-পদ্য - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 846"