এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলা-1-পদ্য-10-আমি-কোনো-আগন্তুক-নই – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলা-1-পদ্য – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 841
8401. আমি কোনো আগন্তুক নই কবিতায় কবির দেখা বাতাসের প্রকৃতি কীরূপ?
- চিরচেনা
- জলজ
- ক্লান্ত
- স্বাপ্নিক
8402. কার্তিকের ধানের কী সাক্ষী হয়ে আছে?
- মঞ্জরী
- শিশির
- রৌদ্র
- বাতাস
8403. নিশিরাইত বাঁশবাগানসহ জোনাকি সাক্ষী কতগুলো?
- বিস্তর
- শতাধিক
- গুটিকয়েক
- একটি
8404. কবি আহসান হাবীব তাঁর সাহিত্যকর্মের জন্য কোন পুরস্কার পেয়েছেন?
- অগ্রণী ব্যাংক সাহিত্য পুরস্কার
- আনন্দ পুরস্কার
- বাংলা একাডেমী পুরস্কর
- আদমজী পুরস্কার
8405. আমি কোনো আগন্তুক নই কবিতায় জমিলার মাকে কোন শ্রেণির প্রতিনিধি হিসেবে তুলে ধরা হয়েছে?
- ধনী
- সন্তানহীনা
- অভাবী
- দেশপ্রেমিক
8406. আহসান হাবীব কিসের স্বপক্ষে বক্তব্য দেন?
- জীবনবোধের
- আশাবাদের
- আর্তমানবতার
- আগন্তুকের
8407. রানী খালের সাঁকো একটি –
- সুফিয়া কামালের লেখা গল্পগ্রন্থ
- আহসান হাবীব রচিত কিশোর পাঠ্য উপন্যাস
- আল মাহমুদের লেখা কাব্যগ্রন্থ
8408. আহসান হাবীবের খোদার কসম খেয়ে যে প্রতিজ্ঞা করেন, তার অর্থ হলো –
- তিনি ভিনদেশি পথিক নন
- তিনি কোনো অভ্যাগত নন
- তিনি কোনো আগন্তুক নন
A,B,C
8409. মোর নাম এই বলে খ্যাত হোক, আমি তোমাদেরই লোক। পঙক্তিটির ভাবের সাথে সাদৃশ্য রয়েছে কোন চরণের?
- মাছরাঙা আমাকে চেনে
- আমি কোনো আগন্তুক নই
- মাটিতে আমার গন্ধ
- আমি স্বাপ্নিক নিয়মে এখানেই থাকি
8410. আহসান হাবীবের কবিতাকে বিশিষ্ট ব্যঞ্জনা দিয়েছে কোনটি?
- গভীর জীবনবোধ ও নৈরাশ্য
- নিবিড় পর্যবেক্ষণ ও নৈরাশ্য
- গভীর জীবনবোধ ও আশাবাদ
- নিবিড় পর্যবেক্ষণ ও আশাবাদ
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "এসএসসি বাংলা পদ্য আমি কোনো আগন্তুক নই - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 841"