এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলা-1-পদ্য-1-আমার-সন্তান – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলা-1-পদ্য – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 943
9421. বামাস্বর শুনে ঈশ্বরী পাটুনী তাড়াতাড়ি নৌকা পাড়ে নিয়ে আসেন, কারণ –
- বিপদে না পড়লে কোনো কুলবধূর একা আসার কথা না
- বামাস্বর শুনে ভেবেছেন সুখ-দুঃখের আলাপ করা যাবে
- নদীর পারে এর আগে কখনো বামাস্বর শোনেন নি
9422. অন্নপূর্ণার পদস্পর্শে কাঠের সেঁউতী সোনার সেঁউতী হয়ে গেছে দেখে ঈশ্বরী পাটুনী কী বুঝতে পারল?
- এ তো জাদুকরএ তো মেয়ে নয়
- রাক্ষসীভীত ও চিন্তিত হয়ে পড়লএ তো মেয়ে নয়
- দেবতা নিশ্চয়”;}}
9423. ভারতচন্দ্র রায় গুণাকর হুগলি জেলার কোন গ্রামে জন্মগ্রহন করেন?
- পেঁড়ো গ্রাম
- ভাঁড়ারা গ্রাম
- সাগরদাঁড়ি গ্রাম
- বাকুলিয়া গ্রাম
9424. সত্যপীরের পাঁচালী কোন ধরনের রচনা?
- কাব্য
- নাটক
- উপন্যাস
- ছোটগল্প
9425. অন্নদার ভবানন্দ ভবনে যাত্রা কবিতার সম্পাদিত অংশ কোন কবিতা?
- বাংলার মুখ
- রূপসী বাংলা
- আমার সন্তান
- পূর্বাশার আলো
9426. ভারতচন্দ্র কার সভা-কবি ছিলেন?
- রাজা হরিশচন্দ্রের
- রাজা বিধানচন্দ্রের
- রাজা চাঁদরায়ের
- রাজা কৃষ্ণচন্দ্র রায়ের
9427. তীরে উপস্থিত হয়ে ঈশ্বরী পাটুনী কোন দিকে রওনা হলেন?
- উত্তর মুখে
- দক্ষিণ মুখে
- পূর্ব মুখে
- পশ্চিম মুখে
9428. অন্নপূর্ণা প্রথমে কীভাবে তাঁর পরিচয় দিয়েছিলেন?
- স্বামীর নাম ধরে
- মিথ্যে কথা বলে
- কৌশলে পরোক্ষভাবে
- সরাসরি স্পষ্টভাবে
9429. ঈশ্বরী পাটুনী বামাস্বর শুনে নৌকা পাড়ে নিয়ে এসেছিল কেন?
- কুলবধূ একা দাঁড়িয়ে ছিল বলে
- কুলবধূ পাটুনীর পরিচিত ছিল বলে
- কুলবধূ অসুস্থ ছিল বলে
- কুলবধূ দাঁড়িয়ে কাঁদছিল বলে
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "এসএসসি-বাংলা-1-পদ্য-1-আমার-সন্তান - এসএসসি-বাংলা-1-পদ্য - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 943"