এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলা-1-গদ্য-9-মানুষ-মুহাম্মদ-স) – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলা-1-গদ্য – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 832
এসএসসি-বাংলা-1-মডেল টেস্ট | 8311. কে শেষ পর্যন্ত হযরতের মৃত্যুশয্যার পাশে ছিলেন?
- হযরত ফাতিমা (রা)
- হযরত আবুবকর (রা)
- হযরত আলী (রা)
- হযরত উমর (রা)
8312. মানুষ মুহম্মদ (স) প্রবন্ধটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে?
- মরুভাস্কর
- প্রলয় শিখা
- মাটির পৃথিবী
- বনি আদম
8313. ইমাম হাসানের আলোচ্য উক্তিটি উক্ত প্রবন্ধের কোন চরিত্রের চারিত্রিক বৈশিষ্ট্যকে ধারণ করে?
- হযরত আবুবকর (রা)
- হযরত ওমর (রা)
- হযরত মুহম্মদ (স)
- হযরত আলী (রা)
8314. ক্ষমা|মহানুভবতা|উদারতা
- 1
- 22
- 31
- 31
8315. আমি এমন এক নারীর সন্তান, সাধারণ শুষ্ক মাংসই ছিল যাঁহার নিত্যকার আহার্য – মহানবি (স) এর এ উক্তিতে প্রকাশ পেয়েছে তাঁর –
- অকপট সত্যভাষ্য
- নিজের ক্ষুদ্রতা ও তুচ্ছতাবোধ
- নিজের অকিঞ্চিৎকরতা
A,B,C
8316. মোহাম্মদ ওয়াজেদ আলী বি.এস অধ্যয়ন করেন কোন কলেজে?
- প্রেসিডেন্সি কলেজে
- কারমাইকেল কলেজে
- হিন্দু কলেজে
- বঙ্গবাণী কলেজে
8317. হযরত মুহম্মদ (স) প্রস্তর নিক্ষেপকারী মক্কার পৌত্তলিকদের জন্য আল্লাহর কাছে কী প্রার্থনা করেছেন?
- ক্ষমা
- কল্যাণ
- সাহায্য
- করুণা
8318. মানুষ মুহম্মদ (স) প্রবন্ধে সাফা পর্বতের উল্লেখ করা হযেছে কোন প্রসঙ্গে?
- এই পর্বতে রাসুল (স) আত্মগোপন করেছিলেন
- এই পর্বতে বিবি হাজেরা পানির সন্ধানে এসেছিলেন
- এই পর্বতের গুহায় মুহম্মদ (স) নবুয়ত প্রাপ্ত হন
- এই পর্বতের পাশে বসে হযরত দীক্ষা দান করেছিলেন
8319. মহানবি জন্মগ্রহণ করেন –
- মক্কায়
- মদিনায়
- তায়েফে
- জেদ্দায়
8320. এদের জ্ঞান দাও প্রভু, এদের ক্ষমা কর। এ উক্তিতে ফুটে উঠেছে –
- উদারতা
- মহানুভবতা
- সহিষ্ণুতা
A,B,C
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "এসএসসি-বাংলা-1-মডেল টেস্ট- 832"