এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলা-1-গদ্য-6-একাত্তরের-দিনগুলি – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলা-1-গদ্য – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 818
8171. অজিত রায় ছিলেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের একজন –
- গায়ক
- অভিনেতা
- সংবাদ পাঠক
- ভাষ্যকার
8172. জামী তার দু-তিনজন বন্ধুর সঙ্গে আলোচনা করে পড়াশোনা করলে –
- পড়া হবে
- সময় ভালো কাটবে
- অবরুদ্ধ নিষ্ক্রিয়তায় হাঁপিয়ে উঠবে না
A,B,C
8173. জার্মান বংশোদ্ভুত গোয়েবলসের ক্ষেত্রে প্রযোজ্য –
- তিনি হিটলারের সহযোগী ছিলেন
- রাজনীতিতে প্রতিহিংসা ও মিথ্যা রচনার প্রবর্তক
- বন্দুকের বেয়নেট আবিষ্কারক
A,B
8174. মিলি হলেন –
- মনিরুজ্জামানের শালী
- ডলির বোন
- মতিয়ুর রহমানের স্ত্রী
A,B,C
8175. চোখের জলে ভাসতে ভাসতে আমিও শরীফের মতকে সমর্থন করেছি – কোন মতকে?
- মার্সি পিটিশন করার সিদ্ধান্তকে
- মার্সি পিটিশন না করার সিদ্ধান্তকে
- রুমীকে দেখতে না যাওয়ার সিদ্ধান্তকে
- রুমীকে দেখতে যাওয়ার সিদ্ধান্তকে
8176. জাহানারা ইমাম শিক্ষকতা করেছেন –
- সিদ্ধেশ্বরী গার্লস স্কুলে
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে
- ঢাকা টিচার্স ট্রেনিং কলেজে
A,C
8177. যুদ্ধের শুরুর দিকেই লেখকের মনে পাষাণ ভার –
- রুমীর মৃত্যুর কারণে
- স্বামীর মৃত্যুর কারণে
- দেশজুড়ে হানাদারদের হত্যা-লুন্ঠন-অগ্নিসংযোগের কারণে
8178. মিসেস মতিয়ুরের সাথে বাংলা বিভাগের কার আত্মীয়তার সম্পর্ক ছিল?
- ড. নীলিমা ইব্রাহিমের
- মুনীর চৌধুরীর
- ড. আহমদ শরীফের
- মনিরুজ্জামানের
8179. একাত্তরের দিনগুলি স্মৃতিচারণমূলক রচনায় কিন্তু আমার মনে পাষাণভার উক্তিটি কার?
- লেখিকার
- জামীর
- রুমীর
- বাবুর
8180. ঢাকার মানুষ খামোখা কোথায় গিয়ে গুলিবিদ্ধ হয়েছিল?
- নবাবপুর
- টঙ্গী
- যাত্রাবাড়ী
- জিঞ্জিরা
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "এসএসসি-বাংলা-1-গদ্য-6-একাত্তরের-দিনগুলি - এসএসসি-বাংলা-1-গদ্য - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 818"