এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলা-1-গদ্য-3-শিক্ষা-ও-মনুষ্যত্ব – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলা-1-গদ্য – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 791
এসএসসি-বাংলা-1- কুইজ | 7901. উপসর্গের নিয়মে পরিচয় শব্দটির গঠন হিসেবে নিচের কোনটি সমর্থনযোগ্য?
- পরি + অচয়
- প + রিচয়
- পরি + চয়
- প + রি + চয়
7902. “বাইরে ফিটফাট, ভিতরে সদরঘাট” – এ উক্তির প্রতিশব্দ কোনটি?
- লেফাফাদুরস্তি
- মূল্যবোধ
- অর্থচিন্তা
- ক্ষুৎপিপাসা
7903. একটি লাভ বার্ডকে খাঁচা থেকে ছেড়ে দিয়ে দেখা গেল সেটি খুব বেশি দূর যেতে পারল না। সন্ধ্যাবেলা খাবার দেয়ার সময় সে মুক্তির স্বাদ না পেয়ে পুনরায় খাঁচার কাছে চলে এল। শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধের আলোকে লাভ বার্ডটি কার সাথে তুলনীয়?
- মুক্তচিন্তার মানুষ
- কারারুদ্ধ আহারতৃপ্ত
- ক্ষুৎপিপাসার মানুষ
- খোলা আকাশের পক্ষী
7904. চাই, চাই, আরও চাই – এই চাওয়ার কারণ হলো –
- অর্থচিন্তা দূর করা
- অন্নচিন্তার সমাধান করা
- জীবসত্তাকে বাঁচিয়ে রাখা
A,B,C
7905. ছোট জিনিসের মোহে বড় জিনিস হারাতে যে দুঃখবোধ করে না তার কাছে শিক্ষা কী?
- অন্তরের ব্যাপার
- নিচের ব্যাপার
- মনুষ্যত্ববোধের ব্যাপার
- বাইরের ব্যাপার
7906. সুমনদের বাড়ি দোতলা – এখানে দোতলার সাথে সাদৃশ্য রয়েছে –
- মানবসত্তার
- জীবসত্তার
- প্রাণসত্তার
- সেবাপরায়ণতার
7907. কীসের ফলে মানুষের আত্মিক মৃত্যু ঘটে?
- শিক্ষার ফলে
- অভাবের ফলে
- হিংসার ফলে
- লোভের ফলে
7908. লেফাফাদুরস্তি আর শিক্ষা এক কথা নয়। – এই লেফাফাদুরস্তি কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
- বিদ্যা জাহির করার প্রবণতা
- অল্প বিদ্যার ভয়ংকরতা
- বাইরে ঠিকঠাক ভেতরে ফাঁকা
- ভালো মানুষ সেজে প্রতারণা করা
7909. শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধটি কোন গ্রন্থের অন্তর্গত?
- সংস্কৃতির এপিঠ ওপিঠ
- সংস্কৃতি কথা
- সমাজ ও সভ্যতা
- সভ্যতা ও সুখ
7910. কারারুদ্ধ আহারতৃপ্ত মানুষের মূল্য কতটুকু? – এখানে মানুষ বলতে কাদের বোঝানো হয়েছে?
- যারা জীবনসাধনায় ব্যস্ত
- যারা সমাজ সংস্কারে লিপ্ত
- যারা শিক্ষার কাজে ব্যস্ত
- যারা অর্থসাধনায় ব্যস্ত
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "এসএসসি-বাংলা-1- কুইজ- 791"