এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলা-1-গদ্য-3-শিক্ষা-ও-মনুষ্যত্ব – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলা-1-গদ্য – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 788
7871. “মার ঠেলা হেইও, সাবাস জোয়ান হেইও. আরো জোরে হেইও” – শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধানুসারে এ স্লোগান কীসের?
- সমাজ ব্যবস্থার
- শিক্ষা-দীক্ষার
- জীবসত্তার
- মানবসত্তার
7872. সবুর লেখাপড়া শিখেও সারাক্ষণ টাকার পিছনে ছুটছে। ভালো-মন্দ বিচার না করে শুধু টাকা উপার্জন করা তার অন্যতম কাজ।শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধ অনুসারে সবুরের চরিত্রে কিসের অভাব রয়েছে?
- দৃষ্টিভঙ্গির
- জীবসত্তার
- মনুষ্যত্বের
- শিক্ষার
7873. শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধ অনুসারে সবুরের এ মানসিকতার অন্যতম কারন হলো –
- শিক্ষার অভাব
- মনুষ্যত্বের অভাব
- অন্নবস্ত্রের অব্যবস্থা
- সঠিক শিক্ষার অভাব
7874. দ্বন্ধ সমাসের উদাহরণ হিসেবে নিচের কোন পদগুলো সমর্থনযোগ্য?
- অন্নচিন্তা
- স্বর্গতুল্যস্বর্গতুল্য
- দানাপানিদানাপানি
- অন্নবস্ত্রঅন্নবস্ত্র
7875. অন্নবস্ত্রের প্রাচুর্যের চেয়েও মুক্তি বড়, এই বোধটি কীসের পরিচায়ক?
- মূল্যবোধের
- স্বাধীনতার
- মনুষ্যত্বের
- জীবনসাধনার
7876. মানুষ নিজের জীবনকে আলোকিত করে তুলতে পারে –
- জৈবিক চাহিদা পূরণ করে
- ইন্দ্রিয় ভোগের মাধ্যমে
- মুক্তবুদ্ধির চর্চা ও স্বাধীন চিন্তার দ্বারা
- মানবিক চাহিদা পূরণ করে
7877. মনুষ্যত্বের আহবান মানুষের মর্মে গিয়ে পৌঁছাতে দেরি হয় কোন কারণে?
- প্রাণিত্বের বাঁধন থেকে মুক্তি না পেলে
- যথার্থ শিক্ষা না পেলে
- সত্যিকার জ্ঞানার্জন না হলে
- চিত্ত উন্মুক্ত না হলে
7878. মূল্যবোধ সৃষ্টির উপায় হিসেবে কোনটি আসে?
- সামাজিকতা
- জ্ঞান পরিবেশন
- ক্ষুৎপিপাসা
- অর্থ পরিবেশন
7879. পৃথিবীর সকল প্রাণীর সাথে মানুষের মৌলিক পার্থক্য হলো –
- মানুষের মধ্যে নীচতা ও সংকীর্ণতা আছে
- মানুষের বুদ্ধি বিবেক আছে
- জৈবিক চাহিদা পূরণের মধ্যেই মানুষ জীবনকে সীমাবদ্ধ রাখে না
B,C
7880. নইলে আমাদের বেশি দূর নিয়ে যাবে না – এখানে বেশি দূর বলতে বোঝাচ্ছে –
- অনুচিন্তার নিগড় থেকে মানুষকে মুক্তি দেওয়া
- অনেক দূর অগ্রসর হওয়া
- উন্নতি করা
A,C
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "এসএসসি-বাংলা-1-গদ্য-3-শিক্ষা-ও-মনুষ্যত্ব - এসএসসি-বাংলা-1-গদ্য - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 788"