এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলা-1-গদ্য-3-শিক্ষা-ও-মনুষ্যত্ব – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলা-1-গদ্য – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 793
7921. শিক্ষা আমাদের কী শেখায়?
- জীবনকে নিঃশেষ করতে
- জীবনকে উপভোগ করতে
- কঠোর হতে
- নিজের স্বার্থ রক্ষা করতে
7922. শিক্ষাদীক্ষার মারফতে মনুষ্যত্বের স্বাদ পেলেও অন্নবস্ত্রের দুশ্চিন্তায় মনুষ্যত্বের সাধনা ব্যর্থ হওয়া –
- সম্ভব
- অসম্ভব
- অসম্ভব নয়
A,C
7923. মানব উন্নয়নের ব্যাপারে শিক্ষা কী?
- নিচের থেকে ঠেলা
- ওপর থেকে টানা
- সুশৃঙ্খল সমাজব্যবস্থা
- জীবসত্তা
7924. কোন বাঁধনের ফলে মনুষ্যত্বের আহবান মানুষের মর্মে গিয়ে পৌঁছে না?
- প্রাণিত্বের
- মানবাত্মার
- জীবসত্তার
- আকাঙ্ক্ষার
7925. শিক্ষার আসল কাজ জ্ঞান পরিবেশন নয়, মূল্যবোধ সৃষ্টি – উক্তিটি কার?
- প্রমথ চৌধুরীর
- রবীন্দ্রনাথ ঠাকুরের
- কাজী নজরুল ইসলামের
- মোতাহের হোসেন চৌধুরীর
7926. মুক্তির সাথে সম্পর্কিত বিষয় হচ্ছে –
- আত্মপ্রকাশের স্বাধীনতা
- আত্মবিকাশের স্বাধীনতা
- বুদ্ধির স্বাধীনতা
A,C
7927. শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধে ব্যবহৃত দানাপানি শব্দটির গঠন হিসেবে নিচের কোনটি সমর্থন করা যায়?
- সন্ধি
- উপসর্গ
- সমাস
- প্রত্যয়
7928. কোনো ভারী জিনিসকে উপরে তোলাকে মানব উন্নয়নের সঙ্গে তুলনা করা হলে সেটিকে ওপর হতে টানাকে কোনটির সঙ্গে তুলনা করা যায়?
- অনুচিন্তা
- শিক্ষা
- মনুষ্যত্ব
- মুক্তি
7929. প্রচুর অন্নবস্ত্র পেলে আলো-হাওয়ার স্বাদবঞ্চিত মানুষ কারাগারকেই স্বর্গতুল্য মনে করে। এখানে কাদের কথা বলা হয়েছে?
- যারা শিক্ষার কাজে নিয়োজিত
- যারা অর্থসাধনায় ব্যস্ত
- যারা জীবনসাধনায় ব্যস্ত
- যারা সমাজ সংস্কারে লিপ্ত
7930. শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধে লেখক মূলবক্তব্যটি ফুটিয়ে তুলেছেন যেভাবে –
- জীবসত্তার বিশ্লেষণ
- প্রবন্ধের আঙ্গিক গঠন
- মানবসত্তার বিশ্লেষণ
A,C
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "এসএসসি-বাংলা-1-গদ্য-3-শিক্ষা-ও-মনুষ্যত্ব"