এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলা-1-গদ্য-2-দেনাপাওনা – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলা-1-গদ্য – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 776
7751. ‘তুমুল’ শব্দটি কোন শব্দের অভিধায় দেখায় যায়?
- আঞ্চলিক
- দেশি
- বিদেশী
- সংস্কৃত
7752. নিরূপমার বাবার নাম কী?
- রামসুন্দর
- রায়বাহাদুর
- হরমোহন
- রাধামাধব
7753. নিরূপমার মৃত্যুর জন্য দায়ী –
- শ্বশুরবাড়ির নির্যাতন
- স্বামীর নিষ্ক্রিয়তা
- যৌতুকের নিষ্ঠুরতা
- তৎকালীন সমাজব্যবস্থা
7754. রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে ৭ই মে ও ৭ই আগস্ট কীভাবে সম্পর্কিত?
- জন্ম ও মৃত্যুতে
- জন্ম ও বিবাহে
- মৃত্যু ও নোবেল প্রাপ্তিতে
- নোবেল ও জমিদারি পত্তনে
7755. ‘দেনাপাওনা’ গল্পটি কোন গল্পগ্রন্থ থেকে সংকলিত?
- গল্পস্বল্প
- শ্রেষ্ঠগল্প
- গল্পগুচ্ছ
- গল্পসংগ্রহ
7756. ‘দেনাপাওনা’ গল্পে কীসের পরিচয় পাওয়া যায়?
- ধর্মীয় চেতনা ও মূল্যবোধ
- সমাজচেতনা ও প্রগতিশীলতা
- গ্রামীণ জীবন ও সংস্কৃতি
- নাগরিক জীবনের আশা ও নিরাশা
7757. ‘দেনাপাওনা’ গল্পে কে সহসা তার পিতার অবাধ্য হয়ে উঠল?
- রামসুন্দরের জ্যেষ্ঠ পুত্র
- রায়বাহাদুরের জ্যেষ্ঠ পুত্র
- বর
- কনে
7758. ‘এবার পূজার সময় মাকে ঘরে আনবই’ – কাকে আনার কথা বলা হয়েছে?
- দূর্গা দেবীকে
- নিরূপমাকে
- দেবী স্বরস্বতীকে
- দেবী কালীকে
7759. মেয়েকে বাড়িতে নেয়ার প্রস্তাব রামসুন্দর বেহাইর কাছে কীভাবে করলেন?
- উচ্চ স্বরে
- মৃদু স্বরে
- কটু স্বরে
- মিষ্টি স্বরে
7760. ‘শ্রী তো ভারি। যেমন ঘরের মেয়ে তেমনি শ্রী।’ এই কথাতে প্রকাশ পেয়েছে নিরূপমার প্রতি –
- প্রশংসা
- কটাক্ষ
- নিন্দা
B,C
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "এসএসসি-বাংলা-1-গদ্য-2-দেনাপাওনা"