এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলা-1-গদ্য-2-দেনাপাওনা – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলা-1-গদ্য – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 773
7721. রামসুন্দর যে বাড়ির অনুমতিক্রমে ক্ষণকালের জন্য কন্যার সাক্ষাৎ লাভ করতেন –
- বেয়াই বাড়ির
- রায়বাহাদুরের বাড়ির
- জামাই বাড়ির
A,B,C
7722. ‘দেনাপাওনা’ গল্পটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গ্রন্থ থেকে সংকলিত?
- কৈশোরক
- গল্পগুচ্ছ
- ভগ্নহৃদয়
- বৌঠাকুরানীর হাট
7723. রবীন্দ্রনাথ ঠাকুরের কোন দুটি গ্রন্থ একই আঙ্গিকের রচনা?
- লোকসাহিত্য চিত্রাঙ্গদা সোনার তরী
- শেষের কবিতা গোরা
- ঘরে বাইরেপঞ্চভূত
- চিরকুমার সভা
7724. ‘দেনাপাওনা’ গল্পে নিরূপমার পিতার নাম কী?
- রায়বাহাদুর প্রতাপচন্দ্র চৌধুরী
- শ্যামসুন্দর লাহিড়ী
- রামসুন্দর মিত্র
- সীতানাথ বসাক
7725. ‘কেনাবেচার দরদামের কথা আমি বুঝি না’ – এখানে কেনাবেচা বলতে কী বোঝানো হয়েছে?
- অর্থের বিনিময়ে কনে কিনে নেওয়া
- যৌতুকের অর্থ নিয়ে কথা কাটাকাটি
- কনের বিয়ের সামগ্রী কেনার ক্ষেত্রে দরদাম করা
- নির্ধারিত যৌতুকের টাকার পরিমাণ বাড়িয়ে দেওয়া
7726. নিরূপমার বিয়েটি কীভাবে সম্পন্ন হলো?
- ধুমধামে
- আনন্দ উৎসবে
- নিরানন্দে
- ধর্মীয় রীতি অনুসারে
7727. ‘দেনাপাওনা’ গল্পে ‘খোঁটা’ শব্দটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?
- রূপকার্যে
- তুচ্ছার্থে
- নিন্দার্থে
- সম্মানার্থে
7728. রামসুন্দর গোপন রাখলেন –
- বাড়ি বিক্রয়ের কথা
- ছেলেদের গৃহহীন করার কথা
- নিরূপমার বাড়িতে যাওয়ার কথা
A,B
7729. ‘দেনাপাওনা’ গল্পে সময়কালে কে উপস্থিত হলো না?
- ঋণদাতা মহাজন
- কনের মাতুল
- বরের পিতা
- বর স্বয়ং
7730. রামসুন্দরের নাতির কোন গাড়িতে চড়ার শখ ছিল?
- গরুর গাড়িতে
- ঘোড়ার গাড়িতে
- রেলগাড়িতে
- ঠেলাগাড়িতে
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "এসএসসি-বাংলা-1-গদ্য-2-দেনাপাওনা - এসএসসি-বাংলা-1-গদ্য - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 773"