এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলা-1-গদ্য-12-বই-পড়া – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলা-1-গদ্য – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 751
7501. প্রমথ চৌধুরীর মতে ‘যথার্থ শিক্ষিত’ ব্যক্তি মাত্রই –
- প্রগতিশীল
- কেতাবি
- ডিগ্রিধারী
- করিৎকর্মা
7502. ‘বই পড়া’ প্রবন্ধে লেখকের মতে ‘শিক্ষা কেউ কাউকে দিতে পারে না।’ – কারণ শিক্ষা হলো –
- অনুশীলনের বিষয়
- চর্চার বিষয়
- অধ্যয়নের বিষয়
- অর্জনের বিষয়
7503. ‘ব্যাধিই সংক্রামক, স্বাস্থ্য নয়।’ – এই সুবচনটির বক্তা –
- রবীন্দ্রনাথ ঠাকুর
- মোতাহার হোসেন চৌধুরী
- প্রমথ চৌধুরী
- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
7504. “যারা পাস করতে পারেনি তারাই দেশকে রক্ষা করেছে।” – কথাটা কোন দেশ সম্পর্কে বলা হয়েছে?
- রাশিয়া
- ফ্রান্স
- যুক্তরাজ্য
- যুক্তরাষ্ট্র
7505. আমাদের বিশ্বাস শিক্ষা দূর করবে আমাদের –
- শোকতাপ
- গায়ের জ্বালা
- চোখের জল
B,C
7506. দাতাকর্ণ হলেন –
- মহাভারতের বিশিষ্ট চরিত্র
- কুন্তির পুত্র
- দানের জন্য প্রবাদতুল্য মানুষ
A,B,C
7507. শেফালী পরিবারের রক্ষণশীলতার কারণে বিদ্যালয়ে যেতে না পারায় পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেনি। তাই সে বাসায় বসেই শিক্ষা গ্রহণের উদ্যোগ নিয়েছে। কারণ সে বই পড়ে জানতে পেরেছে, প্রকৃত শিক্ষিত ব্যক্তিরা নিজের উদ্যোগেই শিক্ষাকে আত্মস্থ করে সুপ্ত প্রতিভার বিকাশ ঘটিয়ে থাকেন।শেফালীর উদ্যোগের এটি তোমার পঠিত কোন প্রবন্ধের প্রধান বিষয়?
- জাগো গো ভগিনী
- বই পড়া
- শিক্ষা ও মনুষ্যত্ব
- রচনার শিল্পগুণ
7508. শেফালীর উদ্যোগ গ্রহণকে ‘বই পড়া’ প্রবন্ধের আলোকে কী বলা যায়?
- সুশিক্ষা
- স্বশিক্ষা
- প্রকৃত শিক্ষা
- নৈতিক শিক্ষা
7509. সাহিত্যের মাধ্যমে আমাদের জাত –
- সার্থক হবে
- উন্নত হবে
- মানুষ হবে
- গর্বিত হবে
7510. গ্রিসের রাজধানী কোথায়?
- রোম
- প্যারিস
- এথেন্স
- স্পার্টা
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "এসএসসি-বাংলা-1-গদ্য-12-বই-পড়া"