এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলাদেশের ইতিহাস-14 – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলাদেশের ইতিহাস-14 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 344
3431. সার্কের প্রথম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
- ঢাকায়
- পাকিস্তানে
- ভারতে
- নেপালে
3432. জিয়াউর রহমানের অতিমাত্রায় পাকিস্তান প্রীতির কারণে স্বল্প সময়ে দু দেশের মধ্যে সম্পন্ন হয়-
- টেলিযোগাযোগ
- বিমান ও নৌকাযোগাযোগ
- বাণিজ্য চুক্তি
A,B,C
3433. বাংলাদেশের কোথায় সর্বপ্রথম গ্রাম সরকার প্রতিষ্ঠা করা হয় ?
- সাভারে
- দিনাজপুরে
- মুন্সিগঞ্জে
- রংপুরে
3434. জিয়াউর রহমান বিএনপি নামের একটি নতুন রাজনৈতিক দল গঠন করেন কত তারিখে?
- ১ সেপ্টেম্বর ১৯৭৫
- ১ সেপ্টেম্বর ১৯৭৬
- ১ সেপ্টেম্বর ১৯৭৭
- ১ সেপ্টেম্বর ১৯৭৮
3435. কর্নেল আবু তাহেরের বিচারকার্য শুরু হয় কত সালে?
- 1975
- 1976
- 1977
- 1987
3436. এরশাদ বিরোধী আন্দোলনকে বেগবান করার জন্য কয়টি শিক্ষার্থী সংগঠন মিলে সর্বদলীয় শিক্ষার্থী সংগ্রাম পরিষদ গঠিত হয়?
- ২০টি
- ২১টি
- ২২টি
- ২৩টি
3437. বঙ্গবন্ধু হত্যাকান্ডে ভুট্টো খুশি হন। কারণ-
- এটি ছিল তার কাছে পাকিস্তানের বিজয়
- ১৯৭১ এ হারানো ভূখন্ড ফিরে পাওয়ার শামিল তাই
- মোশতাক ক্ষমতা পেলেন তাই
A,B
3438. জনসমর্থহীন মোশতাকের সামরিক সরকারের পতন হয় কত তারিখে?
- ৩ নভেম্বর ১৯৭৫
- ৪ নভেম্বর ১৯৭৫
- ৫ নভেম্বর ১৯৭৫
- ৬ নভেম্বর ১৯৭৫
3439. বাংলাদেশ জিন্দাবাদ ‘শ্লোগানটি চালু করেন’ কে?
- এম. মনসুর আলী
- তাজউদ্দিন আহমেদ
- শেখ মুজিবুর রহমান
- খোন্দকার মোশতাক
3440. কার পাল্টা অভ্যুত্থানে খালেদ মোশাররফ ক্ষমতাচ্যুত হন?
- জিয়ার
- এরশাদের
- আবু তাহেরের
- সায়েমের
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "এসএসসি-বাংলাদেশের ইতিহাস-14 - এসএসসি-বাংলাদেশের ইতিহাস-14 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 344"