এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলাদেশের ইতিহাস-13 – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলাদেশের ইতিহাস-13 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 334
3331. প্রথম দিকে মার্কিন সাহায্য গ্রহণে বাংলাদেশ অস্বীকৃতি জানায় কেন?
- তারা মুক্তিযুদ্ধে বিরোধিতা করেছিলো বলে
- তারা ভারতের সাথে শত্রুতা করেছিলো বলে
- তারা পাকিস্তানের সাথে শত্রুতা করেছিলো বলে
- তারা মায়ানমারের সাথে শত্রুতা করেছিলো বলে
3332. বঙ্গবন্ধু শিক্ষকদের কয় মাসের বকেয়া বেতন পরিশোধ করেন?
- ৬ মাসের
- ৭ মাসের
- ৮ মাসের
- ৯ মাসের
3333. বঙ্গবন্ধুর হত্যাকান্ডের খুনী চক্রের নেতৃত্বে ছিলেন কে?
- জিয়াউর রহমান
- খন্দকার মোশতাক আহমদ
- জেনারেল এরশাদ
- মেজর ডালিম
3334. বঙ্গবন্ধুর কৃষি পরিকল্পনায় কত সংখ্যক কৃষক পরিবারকে পুনর্বাসন করা হয়?
- ২০ লাখের অধিক
- ২১ লাখের অধিক
- ২২ লাখের অধিক
- ২৩ লাখের অধিক
3335. প্রথম পাঁচসালা পরিকল্পনা গঠনের অধিক গ্রহণযোগ্য বৈশিষ্ট্য কোনটি?
- দারিদ্র্য হ্রাস
- যুদ্ধবিদ্ধস্ত দেশ পুনর্গঠন
- প্রবৃদ্ধির হার বৃদ্ধি
- সামগ্রিক অর্থনৈতিক উন্নয়ন
3336. ১৯৭৪ সালের মধ্যে দেশের যোগাযোগ ব্যবস্থা সন্তোষজনক অবস্থায় উন্নীত করার জন্য প্রয়োজন-
- মুক্তিযুদ্ধের ধ্বংসপ্রাপ্ত সকল ব্রিজ-সেতু জরুরি ভিত্তিতে পুনঃনির্মাণ
- স্বাধীনতা অর্জন
- গবেষণা পরিচালনা
- প্রথম পাঁচসালা পরিকল্পনা
3337. শেখ মুজিব কৃষি ব্যবস্থার উন্নয়নে বিশেষ মনোযোগ দিয়েছিলেন কেন?
- কৃষির ওপর নির্ভরশীলতা হ্রাস করার জন্য
- জাতীয় আয়ের অর্ধেকেরও বেশি কৃষিখাত থেকে আসার জন্য
- কৃষিজমির খাজনা বৃদ্ধি করার জন্য
- শতকরা ৩০ ভাগ জনগণের জীবিকা কৃষি হওয়ার জন্য
3338. বাংলাদেশের সরকার ব্যবস্থা কেমন?
- যুক্তরাষ্টীয়
- রাষ্ট্রপতি শাসিত
- বিচার বিভাগীয়
- এককেন্দ্রিক
3339. মহান নেতা দেশ স্বাধীনের পর দেশে ফিরলেন। তাকে জানানো হলো অভূতপূর্ব অভিনন্দন। এক বিশাল জনসভায় তিনি রাষ্ট্রের মূলনীতি ঘোষণা করলেন।অনুচ্ছেদের কোন নেতার প্রতি ইঙ্গিত দেওয়া হয়েছে?
- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
- সৈয়দ নজরুল ইসলাম
- তাজউদ্দীন আহমদ
- মনসুর আলী
3340. উক্ত নেতা রাষ্ট্রের ভিত্তি হিসেবে ঘোষণা করেন-
- গণতন্ত্র
- ধনিকতন্ত্র
- সমাজতন্ত্র
A,C
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "এসএসসি-বাংলাদেশের ইতিহাস-13 - এসএসসি-বাংলাদেশের ইতিহাস-13 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 334"