এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলাদেশের ইতিহাস-13 – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলাদেশের ইতিহাস-13 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 332
3311. বঙ্গবন্ধু ১৯৭১ সালের কত তারিখে গ্রেফতার হন?
- ২৫ মার্চ
- ২৬ মার্চ
- ২৭ মার্চ
- ২৮ মার্চ
3312. সংবিধান সংশোধনী বিলে রাষ্ট্রপতিকে কত দিনের মধ্যে সম্মতি দিতে হবে?
- পাঁচ
- ছয়
- সাত
- আট
3313. বাংলাদেশ কত তারিখে জাতিসংঘের সদস্য পদ লাভ করেন?
- ১৫ সেপ্টেম্বর
- ১৬ সেপ্টেম্বর
- ১৭ সেপ্টেম্বর
- ১৮ সেপ্টেম্বর
3314. স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের অবস্থা ছিল ভয়াবহ। এটি নিচের কোনটিকে সমর্থন করছে?
- প্রশাসন ভৌত অবকাঠামোর উন্নত অবস্থা
- বাংলাদেশের ভূখন্ড বিধ্বস্ত জনপদ পরিণত হওয়া
- দেশের পরিস্থিতি অনেকটাই অনুকূলে ছিল
- স্বাধীন রাষ্ট্র হিসেবে টিকে থাকা
3315. বঙ্গবন্ধু ১৯৭১ এর ১৬ ডিসেম্বর চূড়ান্ত বিজয় অর্জনের পরেও কারাগারে বন্দি ছিলেন। এতে জনগণের মধ্যে কী প্রতিক্রিয়া পরিলক্ষিত হয়?
- বঙ্গবন্ধুর জন্য উদ্বেগ
- বঙ্গবন্ধুর জন্য উৎকণ্ঠা
- বঙ্গবন্ধুর জন্য অধীর অপেক্ষা
A,B,C
3316. বাংলাদেশ কীভাবে স্বাধীন হয়?
- নয় মাস যুদ্ধের মাধ্যমে
- এগার মাস যুদ্ধের মাধ্যমে
- পাকিস্তানি সেনাবাহিনীর মাধ্যমে
- রাজাকারদের মাধ্যমে
3317. বঙ্গবন্ধু দেশে ফেরার পূর্বে বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল-
- মালদ্বীপ
- ভুটান
- ভারত
B,C
3318. ১৯৭২-এর ১০ জানুয়ারি দেশে ফেরার পূর্বে বঙ্গবন্ধুকে পাকিস্তান থেকে কোথায় নেওয়া হয়?
- মালদ্বীপে
- মায়ানমারে
- আফগানিস্তানে
- লন্ডনে
3319. ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীনতা লাভ করে। এর সাথে নিচের কোনটির সাদৃশ্য রয়েছে?
- ২৬ মার্চ
- ২১ ফেব্রুয়ারি
- ২৫ মে
- ২৪ এপ্রিল
3320. যমুনা নদীর ওপর সেতু নির্মাণের প্রথম পরিকল্পনা গ্রহণ করেন কে?
- শেখ মুজিবুর রহমান
- জিয়াউর রহমান
- শেখ হাসিনা
- খালেদা জিয়া
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "এসএসসি-বাংলাদেশের ইতিহাস-13 - এসএসসি-বাংলাদেশের ইতিহাস-13 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 332"