এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলাদেশের ইতিহাস-12 – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলাদেশের ইতিহাস-12 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 323
3221. ৭ মার্চের পরবর্তী সময়ে ইয়াহিয়া খান কাকে পূর্ব পাকিস্তানের গর্ভনর নিয়োগ করেন?
- ৭ মার্চ
- ৯ মার্চ
- ১১ মার্চ
- ১৩ মার্চ
3222. অসমসাহসী তিনজন তরুণ মুক্তিযোদ্ধার সময় নির্মিত ভাস্কর্যের সাথে মিল রয়েছে-
- i প্রজন্ম ভাস্কর্যের
- বুদ্ধিজীবী ভাস্কর্যের
- অপরাজেয় বাংলার
3223. মুজিবনগর সরকার বাংলাদেশকে ৪টি জোনে ভাগ করে কতজন সেক্টর নিযুক্ত করেন?
- এক
- দুই
- তিন
- চার
3224. ছাত্ররা যুদ্ধের প্রশিক্ষণের জন্য সীমান্ত পাড়ি দিয়ে কোথায় গিয়েছিল?
- মায়ানমারে
- শ্রীলঙ্কায়
- নেপালে
- ভারতে
3225. কাকে পূর্ব পাকিস্তানের গভর্নর নিয়োগ করা হয়?
- আইয়ুব খানকে
- ইয়াহিয়া খানকে
- লিয়াকত আলী খানকে
- টিক্কা খানকে
3226. ১৯৭০ সালের প্রাদেশিক পরিষদের তারিখ নির্ধারণ করা হয় কবে?
- ২২ অক্টোবর
- ২৩ অক্টোবর
- ২৪ অক্টোবর
- ২৫ অক্টোবর
3227. ১৭ এপ্রিল মুজিবনগর সরকারের শপথ অনুষ্ঠান উপস্থিত ছিলেন-
- দেশি-বিদেশি সাংবাদিক
- পাকিস্তানি রাষ্ট্রপতি
- দেশি-বিদেশি গণ্যমান্য ব্যক্তি
A,C
3228. যুদ্ধের পর পরই বঙ্গবন্ধু কয়টি নতুন সেতু নির্মাণ করেন?
- ৯৬টি
- ৯৭টি
- ৯৮টি
- ৯৯টি
3229. মুক্তিযুদ্ধের সূচনালগ্নে গঠিত বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতির ক্ষেত্রে কোন নামটি সমর্থনযোগ্য?
- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
- জিয়াউর রহমান
- তাজউদ্দীন আহমদ
- সৈয়দ নজরুল ইসলাম
3230. বাংলাদেশের জন্য সংবিধান প্রণয়নই কার একমাত্র কাজ ছিল?
- প্রধানমন্ত্রীর
- গণপরিষদের
- জাতীয় সংসদের
- রাষ্ট্রপতির
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "এসএসসি-বাংলাদেশের ইতিহাস-12 - এসএসসি-বাংলাদেশের ইতিহাস-12 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 323"