এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলাদেশের ইতিহাস-12 – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলাদেশের ইতিহাস-12 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 318
এসএসসি বাংলাদেশের ইতিহাস | 3171. পাকিস্তান সেনাবাহিনীর ক্ষোভ বেশি ছিল কার প্রতি?
- হিন্দুদের প্রতি
- মুসলিমদের প্রতি
- খ্রিষ্টানদের প্রতি
- বৌদ্ধদের প্রতি
3172. সোহরাওয়ার্দী উদ্যানে শিখা চিরন্তন স্থাপন করা হয় কেন?
- বাংলাদেশর স্বাধীনতার রজতজয়ন্তী উপলক্ষে
- মুক্তি ও স্বাধীনতার সংগ্রামের জন্য
- পাকিস্তান দখলদার বাহিনীর আত্মসমর্পণের জন্য
- বুদ্ধিজীবীদের হত্যা করার জন্য
3173. বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণাটি এম,এ. হান্নান প্রচার করেন-
- চট্টগ্রামের বেতার কেন্দ্র থেকে
- কালুরঘাট বেতার কেন্দ্র থেকে
- বরিশাল বেতার কেন্দ্র থেকে
A,B
3174. ‘আমাদের সোনার বাংলা’ গানটি মুক্তিযুদ্ধ চলাকালে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে নিয়মিত পরিবেশিত হতো। এটি সমর্থন করছে এটি আমাদের-
- i জাতীয় সংগীত
- রণসংগীত
- রাষ্টীয় সংগীত
A,C
3175. বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন কে?
- জিয়াউর রহমান
- এ.কে নেওয়াজী
- শেখ মুজিবুর রহমান
- মওলানা ভাসানী
3176. বাঙালিরা কত সাল থেকে জাতি, ভাষা, সাহিত্য, সংস্কৃতি, সর্বক্ষেত্রে স্বাতন্ত্র্য দাবি করে আসছিল?
- 1945
- 1947
- 1949
- 1951
3177. মুজিবনগর সরকার কতটি ব্রিগেড ফোর্স গঠন করে?
- দুই
- তিন
- চার
- পাঁচ
3178. বঙ্গবন্ধু বলিষ্ঠ ভূমিকা পালন করেন-
- ১৯৫২ সালে
- ১৯৫৬ সালে
- ১৯৫৮ সালে
A,B,C
3179. অনুচ্ছেদে উল্লিখিত ঘোষনাটির প্রতি সমর্থন ও অংশগ্রহণ ছিল বাঙালি-
- সামরিক বাহিনীর
- আধাসামরিক বাহিনীর
- বেসামারিক বাহিনীর
A,B,C
3180. বাংলাদেশ পূর্ববঙ্গ নামে পরিচিত ছিল কোন সাল পর্যন্ত?
- ১৯৪৮ সাল
- ১৯৫২ সাল
- ১৯৫৬ সাল
- ১৯৭১ সাল
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "এসএসসি বাংলাদেশের ইতিহাস মডেল টেস্ট"