এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলাদেশের ইতিহাস-12 – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলাদেশের ইতিহাস-12 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 315
3141. ঢাকার রাজপথে সাধারণ জনতা পাকিস্তানিদের ব্যারিকেড দেওয়ার অনুপ্রেরণা পায় কীভাবে?
- সেনাবাহিনী অনুপ্রেরণায়
- বিদেশি শক্তির অনুপ্রেরণায়
- বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের অনুপ্রেরণায়
- ভারতের অনুপ্রেরণায়
3142. শিব নারায়ণ দাসকে বাংলাদেশের প্রথম জাতীয় পতাকা তৈরির দায়িত্ব দেন কোন সংগঠন?
- ছাত্র সংগ্রাম পরিষদ
- স্বাধীন বাংলা বিপ্লবী পরিষদ
- সর্বদলীয় শিক্ষার্থী সংগ্রাম পরিষদ
- গণতন্ত্রী সংগ্রামী পরিষদ
3143. বঙ্গভঙ্গ রদ করা হয় কত সালে?
- 1905
- 1907
- 1909
- 1911
3144. পাকিস্তান সেনাবাহিনী কোন নীতি অনুযায়ী বাংলার সব সম্পদ ও প্রতিষ্ঠান ধ্বংস করতে চেয়েছিলেন?
- শান্তি নীতি
- পোড়া মাটি নীতি
- অশান্তি নীতি
- মুজাহিদ নীতি
3145. ১৩৪২ সালে কে সর্বপ্রথম বাংলার তিনটি কেন্দ্র একত্র করে স্বাধীন বাংলা প্রতিষ্ঠা করেন?
- সফর উদ্দীন মুবারক শাহ
- ইলিয়াস শাহ
- ফিরোজ শাহ
- আকর
3146. বঙ্গবন্ধু ৩৫ দফাভিত্তিক দাবিনামা জারির মূল কারণ কী ছিল?
- জনগণকে চালানোর জন্য দিক নির্দেশনা প্রদান
- পাকিস্তান রাষ্ট্র প্রস্তাবনামা প্রদান
- ভারত-পাকিস্তান বিভাজন করার প্রস্তাব প্রদান
- পাকিস্তানের সামরিক বাহিনীর কার্য নিদের্শনা প্রদান
3147. মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য গঠিত উপদেষ্টা কমিটির আহ্বায়ক কে ছিলেন?
- শেখ মুজিবুর রহমান
- তাজউদ্দীন আহমদ
- সৈয়দ নজরুল ইসলাম
- মওলানা ভাসানী
3148. ১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচনী প্রতীক কী ছিল?
- নৌকা
- ধানের শীষ
- হাতি
- বৈঠা
3149. জাতীয় পরিষদের অধিবেশন কে স্থগিত ঘোষণা করে?
- জুলফিকার আলী ভুট্টো
- শেখ মুজিবুর রহমান
- ইয়াহিয়া খান
- মহারানী ভিক্টরিয়া
3150. ভারত বাংলাদেশের প্রায় কত কোটি শরণার্থীকে আশ্রয় দেয়?
- এক
- দুই
- তিন
- চার
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "এসএসসি-বাংলাদেশের ইতিহাস-12 - এসএসসি-বাংলাদেশের ইতিহাস-12 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 315"