এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলাদেশের ইতিহাস-12 – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলাদেশের ইতিহাস-12 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 309
3081. আধুনিক অস্ত্রে সজ্জিত ছিল কোন বাহিনী?
- পাকিস্তান সেনাবাহিনী
- মুক্তিবাহিনী
- ই.পি.আর. বাহিনী
- পুলিশ বাহিনী
3082. তৌহিদ বললেন যে, একশ্রেণির মানুষ মুক্তিযোদ্ধাদের জন্য অর্থ সংগ্রহ করে, বিভিন্ন আন্তজার্তিক সংস্থায় প্রতিনিধি প্রেরণ করে স্বাধীনতা আন্দোলনে সাহায্য করে। তৌহিদ কাদের কথা বললেন?
- প্রবাসী বাঙালিদের
- বুদ্ধিজীবীদের
- সাধারণ মানুষদের
- বিদেশি বুদ্ধিজীবীদের
3083. ভারত বিশ্ববাসীর কাছে তুলে ধরে পাকিস্তান বাহিনীর-
- গণহত্যা
- লুণ্ঠন
- ধ্বংসযজ্ঞ
A,B,C
3084. আলবদর বাহিনী পাকবাহিনীকে সহায়তা করে-
- i স্মৃতিসৌধ ভাঙার মাধ্যমে
- বুদ্ধিজীবী হত্যার মাধ্যমে
- স্থপতিদের হত্যার মাধ্যমে
3085. আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। গানটিকে কোন সরকার জাতীয় সংগীত হিসেবে স্বীকৃতি দেয়?
- আওয়ামী লীগ সরকার
- বিএনপি সরকার
- জাতীয় পার্টি সরকার
- মুজিবনগর সরকার
3086. মুক্তিযুদ্ধে এক শ্রেণির মানুষ পাক শত্রুর অবস্থান, মুক্তিবাহিনীর ওষুধ সরবরাহ করেছে। তারা কারা?
- সাধারণ মানুষ
- প্রবাসী বাঙালি
- কৃষক
- ছাত্র
3087. শামীম তার চাচার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গেলে তার চাচা একটি ভাস্কর্য দেখিয়ে বলল যে, এটি বাঙালির প্রতিবাদী মনোভাব ও মুক্তিযোদ্ধাদের লড়াকু চেতনার মূর্ত প্রতীক। শামীম কোন ভাস্কর্য সম্পর্কে বললেন?
- মুজিবনগর স্মৃতিসৌধ
- জাতীয় স্মৃতিসৌধ
- শিখা চিরন্তন
- বুদ্ধিজীবী স্মৃতিসৌধ
3088. শান্তি কমিটির প্রধান কাজ ছিল-
- অত্যাচার
- নির্যাতন
- গণহত্যা
A,B,C
3089. মুজিবনগর স্মৃতিসৌধ কোথায় অবস্থিত?
- গোপালগঞ্জে
- মেহেরপুরে
- ঢাকায়
- মুন্সিগঞ্জে
3090. রফিক বলল যে, আমরা মুক্তিযুদ্ধের মাধ্যমে এমন একটি জিনিস পেয়েছি যেটি আমাদের অহংকার, গৌরব ও আশা-আকাঙ্ক্ষার প্রতীক। রফিক কী সম্পর্কে বলেন?
- মানচিত্র
- শহীদ মিনার
- জাতীয় পতাকা
- জাতীয় স্মৃতিসৌধ
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "এসএসসি-বাংলাদেশের ইতিহাস-12 - এসএসসি-বাংলাদেশের ইতিহাস-12 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 309"