এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলাদেশের ইতিহাস-11 – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলাদেশের ইতিহাস-11 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 296
2951. সংখ্যাগরিষ্ঠ হওয়া সত্ত্বেও বাঙালিদের সাথে সাংস্কৃতির বৈষম্য করা হতো। এর যথার্থতা নিরূপণে বলা যায়-
- i পহেলা বৈশাখ পালনকে বাধা প্রধান করা হয়
- রবীন্দ্রনাথের রচনাবলি নিষিদ্ধ করার চেষ্টা করা হয়
- বাংলাকে শিক্ষার মাধ্যমে হিসেবে স্বীকৃতি দেওয়া হয়
A,B
2952. ইস্কান্দার মির্জা সামরিক শাসন জারি করেন-
- দেশের সংবিধান বাতিল করে
- কেন্দ্র ও প্রাদেশিক আইন পরিষদ ভেঙে দিয়ে
- মন্ত্রিসভা বরখাস্ত করে
A,B
2953. আইয়ুবিরোধী আন্দোলনের জন্য সরকার কত তারিখে অনির্দিষ্টকালের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেয়?
- ৫ ফেব্রুয়ারি
- ৬ ফেব্রুয়ারি
- ৭ ফেব্রুয়ারি
- ৮ ফেব্রুয়ারি
2954. আগরতলা মামলার বিচারের জন্য গঠিত বিশেষ ট্রাইব্যুনালের বিচারক ছিলেন?
- এস.এ. রহমান
- এম.আর. খান
- মুকসুমুল হাকিম
A,B
2955. ১৯৫৪ সালে যুক্তফ্রন্টের নির্বাচিত সরকারকে কীভাবে উচ্ছেদ করে?
- মিথ্যা অপবাদ দিয়ে
- অন্যায়ভাবে
- সম্মানজনকভাবে
- ন্যায়ভাবে
2956. ১৯৬৮ সালের কত তারিখে মওলানা ভাসানী তথা বিরোধীগুলোর ডাকে গোটা পূর্ব পাকিস্তানের হরতাল পালিত হয়?
- ৬ ডিসেম্বর
- ৭ ডিসেম্বর
- ৮ ডিসেম্বর
- ৯ ডিসেম্বর
2957. সন্ধানদীর পশ্চিম পাড়ের পাঁচটি ইউনিয়ন ও পূর্ব পাড়ের ৩ টি ইউনিয়ন নিয়ে গঠিত বানারীপাড়া উপজেলা পরিষদ। পশ্চিম পাড়ের লোকেরা উপজেলা পরিষদের মেম্বার হয়ে তাদের এলাকায় সকল প্রকার উন্নয়নমূলক কর্মকাণ্ড করে থাকে। পক্ষান্তরে, পূর্বপাড়ের লোকেরা নিয়মিত কর, খাজনা দিয়ে থাকে এবং নানা প্রকারের ফসল উৎপাদন করে বানারীপাড়াবাসীর চাহিদা পূরণ করে। কিন্তু পূর্বপাড়ে তেমন কোনো উন্নয়নমূলক কাজ করা হয় না। ফলে পূর্বপাড়ের জননেতা ফজলুল হক অত্র এলাকাবাসীর ন্যায্য অধিকার আদায়ের জন্য কয়েকটি দাবি তুলে ধরে।ফজলুল হকের দাবি ঐতিহাসিক কোন দাবির মিল রয়েছে?
- ৬ দফা
- ১১ দফা
- ২১ দফা
- ৪০ দফা
2958. উক্ত দাবির প্রবক্তা ছিলেন?
- হোসেন শহীদ সোরাওয়ার্দী
- মওলানা আব্দুল হামিদ খান ভাসানী
- শেরে বাংলা এ.কে ফজলুল হক
- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
2959. আলোচ্য দাবির মধ্যে নিহিত ছিল-
- i প্রাদেশিক সরকারব্যবস্থা
- আঞ্চলিক রিজার্ভ ব্যাংক
- রাজতন্ত্র
A,B
2960. ১৯৬৮ সালের কত তারিখে জুলুম প্রতিরোধ দিবস পালনের জন্য বিভিন্ন রাজনৈতিক দল পল্টন ময়দানে একটি জনসভার আয়োজন করে?
- প্রেসিডেন্ট
- গর্ভনর
- গনভবন
- এলার্ট
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "এসএসসি-বাংলাদেশের ইতিহাস-11 - এসএসসি-বাংলাদেশের ইতিহাস-11 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 296"