এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলাদেশের ইতিহাস-8 – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলাদেশের ইতিহাস-8 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 495
4941. ইংরেজদের শাসক হয়ে ওঠার যথার্থ কারণ হলো-
- উপমহাদেশের শাসকদের দুর্বলতা
- উপমহাদেশের শাসকদের অযোগ্যতা
- উপমহাদেশের শাসকদের অদক্ষতা
4942. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অনন্য অবদান হচ্ছে-
- সতীদাহ প্রথারোধ
- বিধবা বিবাহ প্রচলন
- অর্থনৈতিক পুনর্গঠন
A,B
4943. ইংরেজদের তীব্র শোষণের শিকার হয় কে?
- হিন্দু
- মুসলমান
- মধ্যব্ত্তি শ্রেণি
- অসহায় কৃষক
4944. বাংলার বারো মাসে কত পাবর্ণ লেগে থাকত?
- তেরো
- চৌদ্দ
- পনেরো
- ষোল
4945. আঞ্জুমান খাওয়াতীনে ইসলাম কত সালে প্রতিষ্ঠিত হয়?
- 1911
- 1916
- 1931
- 1940
4946. করিম মিয়া কয়েকজন লোক যেমন: মুসা শাহ, সোবান শাহ, মজনু শাহ-এর কথা বলেন। যারা একটি আন্দোলনের সাথে জড়িত। এরা কোন আন্দোলনের সাথে জড়িত ছিল?
- ফরায়েজি আন্দোলন
- ফকির-সন্ন্যাসী আন্দোলন
- অসহযোগ আন্দোলন
- অহিংস আন্দোলন
4947. পৃথক একটি সংগঠন থাকা প্রয়োজন, একথাটি কার ক্ষেত্রে প্রযোজ্য-
- রাজা রামমোহন রায়
- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
- হাজী মুহম্মদ মহসীন
- সৈয়দ আমীর আলী
4948. হাজী মুহম্মদ মুহসীন বিশাল সম্পত্তির মালিক হন কীভাবে?
- পিতার একমাত্র উত্তরাধিকার হিসেবে
- নিঃসন্তান বোনের মৃত্যুর কারণে
- গুপ্তধন প্রাপ্তির মাধ্যমে
- ব্যবসা-বাণিজ্য করে
4949. নওয়াব আবদুল লতিফের সারাজীবনের কর্মের মূল উদ্দেশ্য ছিল-
- হিন্দু-মুসলিম মৈত্রী প্রতিষ্ঠা করা
- মুসলমান সমাজের উন্নতি সাধন করা
- অর্থনৈতিক সংস্কার সাধন করা
A,B
4950. ইংরেজরা সর্বপ্রথম বাংলার কোন দিকটি ধ্বংস করেছিল?
- কুটির শিল্প
- পাট শিল্প
- বস্ত্র শিল্প
- চিনি শিল্প
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "এসএসসি-বাংলাদেশের ইতিহাস-8 - এসএসসি-বাংলাদেশের ইতিহাস-8 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 495"