এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলাদেশের ইতিহাস-8 – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলাদেশের ইতিহাস-8 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 482
4811. ভারতের আধুনিক পুরুষ হিসেবে নিচের কোনটি অধিক উপযোগী?
- শরীয়াতুল্লাহ
- তিতুমীর
- রাজা রামমোহন রায়
- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
4812. নওয়াব আব্দুল লতিফের ব্যক্তিত্ব প্রকাশ পায় কীভাবে?
- কংগ্রেস প্রতিষ্ঠার মাধ্যমে
- মোহামেডান লিটারেরি সোসাইটি প্রতিষ্ঠার মাধ্যমে
- মুসলিম মহিলা সমিতি গঠনের মাধ্যমে
- মুসলিম লীগ প্রতিষ্ঠার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার মাধ্যমে
4813. ফকির-সন্ন্যাসীরা জীবিকা নির্বাহ করতো-
- ভিক্ষাবৃত্তির মাধ্যমে
- ব্যবসার মাধ্যমে
- মুষ্টি সংগ্রহের মাধ্যমে
A,C
4814. মহসীনের গৃহশিক্ষকের নাম কী?
- আগাসিরাজী
- মাওয়ায়েজ সিরাজী
- কুতুব সিরাজী
- ফয়জুল্লাহ সিরাজী
4815. নীল বিদ্রোহের সাথে ‘নীলদর্পণের’ সম্পর্ক নিবিড় কেন?
- এর মাধ্যমে নীলকরদের অত্যাচার সর্বত্র ছড়িয়ে পড়ে
- এটি ব্রিটিশদের সপক্ষে রায় দেয়
- এটি ব্রিটিশদের নীলচাষে আরো উদ্বুদ্ধ করে
- এটি ব্রিটিশদের নীলচাষে আরো সমর্থন যোগায়
4816. আমরা নওয়াব আব্দুল লতিফকে স্মরণ করব-
- মুসলমানদের শিক্ষিত করার প্রচেষ্টার জন্য
- হিন্দু ও মুসলমানদের মধ্যে মৈত্রী প্রতিষ্ঠার জন্য
- সামরিক প্রতিষ্ঠার জন্য
A,B
4817. ব্রাহ্মসমাজ প্রতিষ্ঠা ভারতীয় উপমহাদেশের ইতিহাসে-
- নবদিগন্তের সূচনা করে
- নতুন যুগের সূচনা করে
- সংস্কৃত শিক্ষার উন্নতি ঘটায়
A,B
4818. তিতুমীর ও তার অনুসারীরা সশস্ত্র প্রতিরোধের পথ অবলম্বন করেন কেন?
- শান্তিপূর্ণভাবে বিচার না পেয়ে
- সামরিক জ্ঞান বেশি ছিল বলে
- সৈন্যসংখ্যা বেশি ছিল বলে
- রাজনৈতিক ও কূটনৈতিক দক্ষতা ছিল বলে
4819. মি. ‘Y’ হিন্দু কলেজকে প্রেসিডেন্সি কলেজে রূপান্তরের জন্য সর্বত্মাক চেষ্টা করেন। কী প্রয়োজনে এটি করেছেন?
- মুসলমান ছাত্ররা সেখানে লেখাপড়ার সুযোগ পাবে
- মুসলমানরা পাশ্চাত্য শিক্ষালাভের সুযোগ পাবে
- মুসলমানরা ইংরেজী শিক্ষার গুরুত্ব বুঝতে পারবে
A,B,C
4820. তিতুমীর নারিকেলবাড়িয়ায় নির্মাণ করেন-
- একটি ব্রিজ
- একটি বাশেঁর কেল্লা
- একটি মসজিদ
- একটি মাদ্রাসা
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "এসএসসি-বাংলাদেশের ইতিহাস-8 - এসএসসি-বাংলাদেশের ইতিহাস-8 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 482"