এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলাদেশের ইতিহাস-7 – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলাদেশের ইতিহাস-7 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 475
4741. ১৭৪০ থেকে ১৭৫৬ খ্রিস্টাব্দ পর্যন্ত আলীবর্দী খান নবাব ছিলেন-
- বাংলার
- বিহারের
- উড়িষ্যার
A,B,C
4742. চিরস্থায়ী ব্যবস্থায় জমিদারের প্রভাব বৃদ্ধির অন্যতম কারণ হচ্ছে-
- ভূমির স্থায়ী মালিকানা
- সূর্যাস্ত আইনের কঠোরতা
- ইচ্ছামত রাজস্ব আদায়
B,C
4743. বাংলার পণ্যের আকর্ষণেই বিদেশি বণিকদের আগমন ঘটে। এর যথার্থতা নিরুপণে বলা যায়-
- বাংলার মসলিন জগৎ বিখ্যাত ছিল
- মশলার জন্য বাংলা বিখ্যাত ছিল
- উন্নতমানের কাঁচামাল উৎপাদনকেন্দ্র ছিল বাংলা
A,B,C
4744. মীর কাশিমের সাথে ইংরেজদের যুদ্ধের কারণ-
- স্বাধীনচেতা মানুষ ছিলেন
- দূরদর্শী রাজনীতিবিদ ছিলেন
- তিনি অযোদ্ধার নবাবের আধিপত্য বিস্তারের সুযোগ লাভ করে
A,B
4745. ইংরেজ কোম্পানির ক্ষমতা বৃদ্ধি পেতে থাকে-
- ফরুখশিয়রের ফরমানের পর
- ১৭১৭ সাল থেকে
- ১৫০০ সাল থেকে
A,B
4746. পঞ্চদশ শতকের শেষের দিকে সমুদ্রপথে আবিস্কার অতি জরুরি ছিল। এর যৌক্তিক কারণ হলো-
- ভূমধ্যসাগরে আরবদের একচেটিয়া বাণিজ্য
- তুর্কিগণ কর্তৃক কনস্ট্যান্টিনোপল দখল
- ইউরোপীয়দের নতুন কিছু আবিস্কারের প্রয়োজনীতা অনুভব
4747. দেওয়ানি লাভের পর প্রকৃতপক্ষে ইংরেজরাই বাংলার শাসকে পরিণত হয়-
- অবাধ বাণিজ্যের সুবিধা লাভ করে
- সম্রাট ও নবাব উভয়েই ক্ষমতাহীন শাসকে পরিণত হয়
- কোম্পানির ক্ষমতা একচেটিয়া বৃদ্ধি পায়
A,B,C
4748. শায়েস্তা খান পর্তুগিজদের বিতাড়িত করেন। এর যথার্থ কারণ হলো-
- বিভিন্ন অপকর্ম ও দস্যুবৃত্তি
- রাজনৈতিক দ্বন্ধ
- বাণিজ্যিক দ্বন্ধ
- ধর্মীয় বিদ্বেষ
4749. ঘসেটি বেগম নবাব সিরাজউদ্দৌলার সম্পর্ক কী হন?
- খালা
- ফুফু
- মামি
- চাচি
4750. পলাশীর যুদ্ধে নবাবের পরাজয়ের পিছনে কারণ হলো-
- নানামুখী ষড়যন্ত্র
- নবাবের অদূরদর্শিতা
- মীর মদনের মৃত্যু
A,B,C
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "এসএসসি-বাংলাদেশের ইতিহাস-7 - এসএসসি-বাংলাদেশের ইতিহাস-7 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 475"