এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলাদেশের ইতিহাস-7 – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলাদেশের ইতিহাস-7 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 474
4731. পলাশীর যু্দ্ধে নবাবের পতনের জন্য নবাব অনেকাংশে দায়ী। কথাটির যৌক্তিকতা নিরূপণে বলা যায়-
- নবাবে অদূরদর্শিতা
- সেনাপতির প্রতি অগাধ বিশ্বাস
- পারিবারিক ও বাহ্যিক ষড়যন্ত্রকে উপেক্ষা করা
A,B,C
4732. মীর কাশিম কিসের প্রতি সচেতন ছিলেন?
- নিজের স্বাস্থ্যর প্রতি
- রাজ্যের প্রতি
- প্রজাদের প্রতি
- গরিবের কল্যাণের প্রতি
4733. কেন বাংলা থেকে প্রচুর অর্থ সম্পদ ইংল্যান্ডে পাচার হতে থাকে?
- বক্সারের যুদ্ধের ফলে
- পলাশী যুদ্ধের ফলে
- ফৌজদারি লাভের ফলে
- দেওয়ানি লাভের ফলে
4734. নবাবের পতনের কারণ হিসেবে নিচের কোনটি অধিক উপযোগী?
- মীর মদনের অসহযোগিতা
- মোহনলালের বিশ্বাসঘাতকতা
- মীর জাফরের বিশ্বাসঘাতকতা
- সিনকের অসহযোগিতা
4735. গিরিয়া, কাটোয়া ও উদয়ানালার যুদ্ধে ইংরেজ সেনাপতির নাম কী ছিল?
- ওয়াটনস
- এডামস
- এ্যাণ্ডারসন
- এলিচ
4736. ভারত উপমহাদেশের উক্ত ব্যক্তিত্বের আগমন প্রভাব ফেলে-
- অর্থনীতির ওপর
- যোগাযোগ ব্যবস্থার ওপর
- বাণিজ্যের ওপর
A,B,C
4737. আলীবর্দী খানের কনিষ্ঠ কন্যার নাম কী?
- আমেনা বেগম
- আম্বিয়া বেগম
- আছিয়া বেগম
- আয়েশা বেগম
4738. কোলকাতা কাউন্সিল কখন নবাবের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে?
- ১৭৬১ খ্রিস্টাব্দে
- ১৭৬২ খ্রিস্টাব্দে
- ১৭৬৩ খ্রিস্টাব্দে
- ১৭৬৪ খ্রিস্টাব্দে
4739. পূর্ণিয়ার শাসনকর্তা কে ছিলেন?
- রাজবল্লভ
- শওকত জং
- কৃষ্ণদাস
- মানিক চাঁদ
4740. পলাশীর যুদ্ধে নবাবের পক্ষে কোন ফরাসি সেনাপতি যুদ্ধ করেন?
- গড ফ্রে
- সিন ফ্রে
- উইল ফ্রে
- এ্যাণ্ডারসন
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "এসএসসি-বাংলাদেশের ইতিহাস-7 - এসএসসি-বাংলাদেশের ইতিহাস-7 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 474"