এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলাদেশের ইতিহাস-7 – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলাদেশের ইতিহাস-7 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 469
4681. নবাব আলীবর্দী খানের অন্যতম কৃতিত্ব হচ্ছে-
- মারাঠা দমন
- ইংরেজ বণিকদের নিয়ন্ত্রণ
- ইংরেজদের বিতাড়ন
A,B
4682. ভাস্কো-ডা-গামা কর্তৃক সমুদ্রপথ আবিস্কার খুবই গুরুত্বপূর্ণ ঘটনা। এর যথার্থ কারণ হলো-
- যোগাযোগ ক্ষেত্রে নতুন যুগের সূচনা হয়
- উপমহাদেশে ব্যবসা-বাণিজ্যের পথ উন্মোচন হয়
- খ্রিস্টধর্ম প্রচারের পথ উন্মুক্ত হয়
A,B,C
4683. হলওয়েলের বর্ণনায় অন্ধকূপে কতজন ইংরেজ মারা যায়?
- 121
- 123
- 125
- 127
4684. মীর কাশিমের চারিত্রিক বৈশিষ্ট্য বিবেচনা করলে বলা যায় তিনি ছিলেন-
- সুদক্ষ শাসক
- দূরদর্শী রাজনীতিবিদ
- স্বাধীনচেতা মানুষ
A,B,C
4685. চিরস্থায়ী বন্দোবস্তের ফলে-
- জমিদারদের স্বার্থ সুরক্ষিত হয়
- প্রজাদের স্বার্থ সুরক্ষিত হয়
- প্রজাদের পুরোনো স্বত্ব বিলুপ্ত হয়
A,C
4686. ‘Y’ নামক বণিক গোষ্ঠী দ্বিতীয় বিদেশি বণিক হিসেবে উপমহাদেশে আসে। ‘Y’ এর সাথে সাদৃশ রয়েছে-
- পর্তুগিজ
- ডাচ
- দিনেমার
- ফরাসি
4687. বক্সারের যুদ্ধ হয় কত খ্রি.-
- ১৭৬৪ খ্রি.
- ১৭৫৭ খ্রি.
- ১৭৬০ খ্রি.
- ১৭৬১ খ্রি.
4688. আফতাব বাংলার ইতিহাস পড়তে গিয়ে ১৭৬৫ সালের ঘটনা পড়ল। আফতাবের পঠিত ঘটনার সাথে কোন ঘটনার সাদৃশ্যতা রয়েছে?
- কোম্পানির দেওয়ানী লাভ
- পলাশীর যুদ্ধ
- বক্সারের যুদ্ধ
- পানিপথের যুদ্ধ
4689. দ্বৈত্তশাসন ব্যবস্থার কখন অবসান ঘটে?
- ১৭৭০ খ্রিস্টাব্দে
- ১৭৭১ খ্রিস্টাব্দে
- ১৭৭২ খ্রিস্টাব্দে
- ১৭৭৩ খ্রিস্টাব্দে
4690. ওলন্দাজরা এ উপমহাদেশে কখন আসেন?
- ১৬০১ খ্রিস্টাব্দে
- ১৬০২ খ্রিস্টাব্দে
- ১৬০৩ খ্রিস্টাব্দে
- ১৬০৪ খ্রিস্টাব্দে
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "এসএসসি-বাংলাদেশের ইতিহাস-7 - এসএসসি-বাংলাদেশের ইতিহাস-7 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 469"