এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলাদেশের ইতিহাস-6 – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলাদেশের ইতিহাস-6 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 454
4531. মুসলমান বালক-বালিকার জন্য বাধ্যতামূলক ছিল-
- মাদ্রাসা শিক্ষা
- মাধ্যমিক শিক্ষা
- প্রাথমিক শিক্ষা
- উচ্চশিক্ষা
4532. মধ্যযুগে অনেক মুসলমান কবি কোন কারণে বিজয় কাব্য রচনা করেন?
- অর্থের লোভে
- সম্মানের জন্য
- ইসলামী আদর্শে অনুপ্রানিত হয়ে
- ব্রাহ্মণদের পৃষ্ঠপোষকতার কারণে
4533. কোন সময়ে বাংলার হিন্দু সমাজে নারীদের তেমন কোনো অধিকার ছিল না?
- প্রাচীন যুগে
- আদিম যুগে
- মধ্যযুগে
- আধুনিক যুগে
4534. আব্দুল ছোট কাটরা, বড় কাটরা, লালবাগ কেল্লা ইত্যাদি ঘুরতে যান। এগুলো-
- মুঘল আমলের
- সুবাদারি আমলের
- সুলতানের আমলের
A,B
4535. বাংলায় হিন্দু সমাজে কোন পরিবার ছিল অধিক?
- একক
- অণু
- যৌথ
- একান্নবর্তী
4536. মধ্যযুগে বাংলার হিন্দুরা ফার্সি ভাষা শিক্ষা গ্রহণ করতেন কেন?
- উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য
- সরকারি চাকরি লাভ করার জন্য
- শাসকদের চাপ প্রয়োগের জন্য
- ফার্সিতে কথা বলার জন্য
4537. মধ্যযুগে মুসলিম অভিজাত মহিলাদের সাজসজ্জার অন্যতম দিক ছিল কোনটি?
- সোনার অলংকার ব্যবহার
- রূপার অলংকার ব্যবহার
- প্রসাধনী ব্যবহার
- সুগন্ধির ব্যবহার
4538. উলেমাশ্রেণি কীভাবে সমাজে ধর্মীয় মনোভাব সৃষ্টি করতেন?
- জোরপূর্বক
- ইসলামি চিন্তাধারায় ব্যাখ্যা করে
- ভয় দেখিয়ে
- টাকা পয়সা দিয়ে
4539. মধ্যযুগের বাংলার মুসলমান শাসনামলে উলেমাশ্রেণির উল্লেখযোগ্য অবদান ছিল কোনটি?
- রাজপ্রাসাদ নির্মাণ
- ধর্মীয় চেতনা বৃদ্ধি
- কুসংস্কার দূরীকরণ
- মসজিদ নির্মাণ
4540. শায়েস্তা খানের অন্যতম কৃতিত্ব হচ্ছে-
- লালবাগ দুর্গ নির্মাণ
- হোসেনী দালান
- ছোট কাটরা
A,B,C
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "এসএসসি-বাংলাদেশের ইতিহাস-6 - এসএসসি-বাংলাদেশের ইতিহাস-6 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 454"