এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলাদেশের ইতিহাস-6 – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলাদেশের ইতিহাস-6 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 451
SSC বাংলাদেশের ইতিহাস মডেল টেস্ট | 4501. ‘লাইলী মজনু’ কাব্যগ্রন্থের রচয়িতা কে?
- দৌলত কাজী
- চাঁদ কাজী
- বাহরাম খান
- আলাওল
4502. প্রদীপ চৈতন্য ভগবত পড়ে একজন মহৎ ব্যক্তি সম্পর্কে জানে। প্রদীপ কার কথা জানতে পারে?
- রবীন্দ্রনাথ ঠাকুর
- যীশু খ্রিস্ট
- শ্রীচৈতন্যদেব
- নানক শাহ
4503. লিমনের চাচার বাণিজ্যিক প্রসার বাংলার কোন আমলের সঙ্গে মিল পাওয়া যায়?
- পাল
- সেন
- সুলতানি
- মুঘল
4504. বাংলায় মুসলমান শাসনকালে শিক্ষার দ্বার হিন্দু-মুসলমান সকলের জন্য উন্মুক্ত ছিল। কথাটি বিশ্লেষণ করলে দাঁড়ায়-
- শাসকদের উদারতা
- রাজনৈতিক প্রভাব বিস্তার
- শিক্ষার প্রসার
A,C
4505. একলাখী মসজিদে শিল্পকলায় কোন স্থাপত্য রীতির প্রতিফলন লক্ষ্য করা যায়?
- মুসলিম স্থাপত্য রীতি
- পারসিক রীতি
- হিন্দু স্থাপত্য রীতি
- মুঘল স্থাপত্য রীতি
4506. মধ্যযুগে বাংলায় ধাতব শিল্পের বিকাশ ঘটে-
- কৃষির উপকরণ তৈরির জন্য
- নিত্য ব্যবহার্য উপকরণ তৈরির জন্য
- যুদ্ধাস্ত্র তৈরির জন্য
A,B
4507. মধ্যযুগে বাংলার শিয়া মুসলমানদের প্রিয় ধর্মীয় অনুষ্ঠান ছিল কোনটি?
- শবে বরাত
- শবে কদর
- মহররম
- ঈদুল আযহা
4508. স্বাধীন বাংলার মুসলমান সুলতানদের প্রথম রাজধানী হিসেবে নিচের কোনটি সমর্থযোগ্য?
- গৌড়
- পাণ্ডুয়া
- পুণ্ড্রনগর
- সোনারগাঁ
4509. মধ্যযুগে বাংলায় কয় বছর পর্যন্ত পাঠশালা শিক্ষা গ্রহণ করতে হতো?
- 6
- 5
- 4
- 3
4510. মধ্যযুগে বাংলায় দ্রব্যসামগ্রী সস্তায় পাওয়া যেত-
- ক্ষুদ্র শিল্পের চাহিদার জন্য
- কৃষিপণ্যের ব্যাপকতার জন্য
- বৃহৎ শিল্পের প্রসারতার জন্য
A,B
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "SSC বাংলাদেশের ইতিহাস মডেল টেস্ট 451"