এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলাদেশের ইতিহাস-5 – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলাদেশের ইতিহাস-5 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 444
4431. বখতিয়ার খলজির শাসন ব্যবস্থায় কিসের প্রতিফলন ছিল?
- ইসলামি রীতিনীতির
- প্রাচীন রীতিনীতির
- আধুনিক রীতিনীতির
- হিন্দুদের রীতিনীতির
4432. ইশিতা বৃহস্পতি মিশ্রের জীবনী পড়ছেন। এই সাহিত্যিক সমসাময়িক-
- রুকনউদ্দিন বরবক শাহের
- দ্বিতীয় পরবর্তী ইলিয়াস শাহি শাসকের
- মুজাফফর শাহের
A,B
4433. গিয়াসউদ্দিন ইওয়াস খলজি ছিলেন সর্বশ্রেষ্ঠ শাসক। এর যর্থাথতা নিরূপণে বলা যায়-
- রাজধানী দেবকোট থেকে গৌড়ে স্থানান্তর করেন
- তাঁর পৃষ্ঠপোষকতার শিল্প সাহিত্যের উন্নতি সাধিত হয়েছে
- তাঁর প্রচেষ্টায় বাংলায় মুসলিম রাজ্য সুদৃঢ় ভিত্তির উপর প্রতিষ্ঠিত হয়
- জনদরদী শাসক ছিলেন
4434. তুঘরিল কী নামে দুর্গ নির্মাণ করেছিলেন?
- আন্দরকিল্লা
- নারকিল্লা
- বারকিল্লা
- মেহেরকিল্লা
4435. কায়কাউস কত বছর বাংলার সিংসহাসনে ছিলেন?
- আট বছর
- নয় বছর
- দশ বছর
- এগারো বছর
4436. নাসিরউদ্দিন নুসরত শাহ প্রজাদের পানিকষ্ট দূর করেন কীভাবে?
- সেতু নির্মাণ করে
- খাল খনন করে
- কূপ ও পুকুর খনন করে
- কৃত্রিম ঝরনা সৃষ্টি করে
4437. বাংলা কীভাবে পুরোপুরি দিল্লির অধিকারে আসে?
- ইওয়াস খলজির পরাজয়ের মাধ্যমে
- বসনকোট দুর্গ অধিকারের মাধ্যমে
- ইওয়াজ খলজিকে বিতাড়িত করে
A,B
4438. আলাউদ্দিন হুসেন শাহ জয় করেন-
- ত্রিপুরা
- কামরূপ
- কামতা
B,C
4439. বার ভূইয়াদের দমনে সুবাদার ইসলাম খানের বিশেষ কৌশলের মধ্যে ছিল-
- শক্তিশালী নৌ-বহর গড়ে তোলা
- রাজমহল থেকে ঢাকায় রাজধানী স্থানান্তর
- অশ্বরোহী বাহিনী গঠন
A,B
4440. শেরশাহের পুত্র জালাল খানের ক্ষেত্রে প্রযোজ্য-
- ‘ইসলাম খান’ নাম ধারণ করে দিল্লির সিংহাসনে আরোহণ করেন
- তিনি আট বছর রাজত্ব করেন
- তিনি নিজেকে বিহারের স্বাধীন সুলতান হিসেবে ঘোষণা করেন
A,B
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "এসএসসি-বাংলাদেশের ইতিহাস-5 - এসএসসি-বাংলাদেশের ইতিহাস-5 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 444"