এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলাদেশের ইতিহাস-5 – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলাদেশের ইতিহাস-5 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 443
4421. লখনৌতিতে রাজধানী স্থানান্তরিত হওয়ায় কী সুবিধা হয়েছিল?
- সাম্রাজ্যের পতন হ্রাস
- সুষ্ঠ শাসনব্যবস্থা প্রবর্তন
- বিদ্রোহ দমন
- মহামারীর কবল থেকে রক্ষা
4422. শায়েস্তা খানের অন্যতম স্থাপত্য কীর্তি হচ্ছে-
- হোসেনী দালান
- ছোট কাটরা
- লালবাগ কেল্লা
A,B,C
4423. জাহাঙ্গীর নগর নামটির সাথে সাদৃশ্য রয়েছে?
- ঢাকার
- চট্রগ্রামের
- কুমিল্লার
- বরিশালের
4424. হুসেন শাহ ধর্মীয় উদারতা দেখান-
- বিশৃঙ্খলা দূর করতে
- শান্তিপূর্ণ রাজ্য প্রতিষ্ঠায়
- প্রজাদের সুখ শান্তি প্রদান করতে
A,B,C
4425. শাহজাদা ফতেহ শাহকে কীভাবে হত্যা করে?
- রাজপ্রাসাদের অভ্যন্তরে
- রাজপ্রাসাদের বাইরে
- লোকালয়ে
- নিজ গৃহের বাইরে
4426. আলাউদ্দিন হুসেন শাহ পাইক বাহিনীকে ভেঙে দেন। এর যথার্থ কারণ হলো-
- নতুন রক্ষী দল গঠন
- রাজপ্রাসাদের ষড়ষন্ত্রের মূলে তাঁরা কাজ করত
- হাবসী ক্রীতদাসদের সাথে হাত মিলিয়ে ছিল
A,C
4427. বাংলার প্রথম স্বাধীন সুলতান কে?
- শামসুদ্দিন ইলিয়াস শাহ
- ফখরুদ্দিন মুবারক শাহ
- গিয়াসউদ্দিন ইওয়াজ খলজি
- বাহারাম খান
4428. কোন সুযোগ নিয়ে নাসিরউদ্দীন মাহমুদ লখনৌতি আক্রমণ করেন?
- ইওয়াজ খলজির অনুপস্থিতির
- লখনৌতির বিশৃঙ্খলার
- আমির উমারাহদের বিদ্রোহের
- ইওজ খলজির দুর্বলতার
4429. ইলিয়াস শাহ ছিলেন বাংলার স্বাধীনতার প্রকৃত প্রতিষ্ঠাতা। এর যথার্থতা নিরুপণে বলা যায়-
- নিজ নামে খুৎবা পাঠ করেছিলেন
- মুদ্রা জারি করেছিলেন
- ফখরুদ্দিনের প্রতিষ্ঠিত রাজ্যকে সুদৃঢ় ও বিস্তৃত করেন
- তাঁর প্রতিষ্ঠিত বংশের মাধ্যমেই বাংলার স্বাধীনতা প্রথম স্থিতিশীলতা লাভ করে
4430. বাংলার ইলিয়াস শাহি বংশের প্রতিষ্ঠাতা কে?
- আলাউদ্দিন আলী শাহ
- শামসুদ্দিন ইলিয়াস শাহ
- ইখতিয়ারউদ্দিন গাজী শাহ
- মুবারক শাহ
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "এসএসসি-বাংলাদেশের ইতিহাস-5 - এসএসসি-বাংলাদেশের ইতিহাস-5 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 443"