এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলাদেশের ইতিহাস-5 – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলাদেশের ইতিহাস-5 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 427
4261. ইব্রাহীম শর্কী কে ছিলেন?
- জয়পুরের সুলতান
- আহমেদাবাদের সুলতান
- জৌনপুরের সুলতান
- মিজবাহউদ্দিন মাহমুদ
4262. পরবর্তী ইলিয়াস শাহ বংশের প্রথম শাসক কে ছিলেন?
- নাসিরউদ্দিন মাহমুদ শাহ
- বাহরাম শাহ
- জুনা খান
- মুবারক শাহ
4263. রুকনউদ্দিন বরবক শাহের আমলে সাহিত্যের সমৃদ্ধির কারণ কী?
- অনেক সাহিত্যিকের উদ্ভব
- অধিক পৃষ্ঠপোষকতা দান
- পৌরাণিক কাব্য রচনা
- গদ্যচর্চার বিকাশ
4264. বখতিয়ার খলজি রাজধানী স্থানান্তর করেন কেন?
- রাজধানীকে নিরাপদ রাখার জন্য
- রাজধানীকে নতুন করে প্রস্তুত করার জন্য
- রাজধানীকে সাজানোর জন্য
- রাজধানীকে সৃশৃঙ্গল করার লক্ষ্যে
4265. লক্ষণ সেনকে রাজধানী ত্যাগ করতে নির্দেশ দেন-
- দৈবজ্ঞ
- পণ্ডিত
- ব্রাক্ষণগণ
A,B,C
4266. বাংলার শাসনকর্তা তুঘরিলের অন্যতম কৃতিত্ব হচ্ছে-
- ঢাকা ও ফরিদপুর অধিকার
- ত্রিহুত অধিকার
- নারকিল্লা দুর্গ নির্মাণ
A,C
4267. সম্রাট আকবর বাংলা আক্রমণ করেন কেন?
- দাউদ কররানীকে দমনের জন্য
- পূর্ব শত্রুতার জের হিসেবে
- বার ভুঁইয়াদের দমনের জন্য
A,B,C
4268. সন্ধির সকল শর্ত মেনে নেন কে?
- সুলতান ইওজ খলজি
- খলিফা আল নাসির
- খলিফা আল মামুন
- শিরন খলজি
4269. রহিম চট্টগ্রামের ইতিহাস পড়তে গিয়ে জানেন যে, এটি কোন শাসকের বিষয়ে তথ্য জানতে পারে?
- মাহমুদ শাহের
- রুকনউদ্দিন বরবক শাহে
- ইলিয়াস শাহের
- মুবারক শাহের
4270. জনাব ‘D’ তাঁর গ্রামকে বলগাকপুর বলেছেন। ‘D’ এর সাথে সাদৃশ্য রয়েছে-
- সম্রাট বাবুরের
- সম্রাট হুমায়ূনের
- ইবনে বতুতা
- জিয়াউদ্দিন বারানীর
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "এসএসসি-বাংলাদেশের ইতিহাস-5 - এসএসসি-বাংলাদেশের ইতিহাস-5 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 427"