বাংলাদেশের ইতিহাস | এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলাদেশের ইতিহাস-4-কুইজ মডেল টেস্ট অনুশীলন – 409
4081. শারমিন শৈবধর্ম সম্পর্কে গবেষণা করতে গিয়ে কয়েকজন রাজার নাম জানতে পারেন যারা পরম ধার্মিক ছিল। শারমিন জানতে পারেন-
- অশোকের নাম
- শশাঙ্কের নাম
- ভাস্কর-বর্মার নাম
B,C
4082. এখন পর্যন্ত সর্বমোট কতটি চর্যাপদ পাওয়া গেছে?
- ৪১ টি
- ৪৩ টি
- ৪৫ টি
- ৪৭ টি
4083. ঢাকা জেলার কোন গ্রামে রাজা দেব খড়গের বৌঞ্জ স্তুপ পাওয়া গেছে?
- আশরাফপুর
- মিরপুর
- হাতিরপুল
- কোনপাড়ায়
4084. রাজকীয় শাসনের শুরুতে শিবের পরিবর্তে বিষ্ণুর স্তরের প্রচলন হয় কার শাসনামলে?
- গোপাল
- বিজয় সেন
- ধর্মপাল সেন
- লক্ষ্মণ সেন
4085. দেবতার বেদিতে দুধ ও ঘৃত উৎসর্গের পরিবর্তে পশুবলি প্রথা বৃদ্ধি পায় কোন যুগে?
- পাল
- সেন
- গুপ্ত
- মৌর্য
4086. ব্রাক্ষণ ছাড়া সব বর্ণের মানুষ একে অন্যের সাথে মেলামেশা করত। এটি কী প্রমাণ করে?
- ব্রাক্ষণগণ উচ্চশ্রেণির ছিল
- ব্রাক্ষণগণ অন্যদের ঘৃণা করত
- সমাজের বাকি সব উপেক্ষিক ছিল
- ব্রাক্ষণই ছিল সমাজের হর্তাকর্তা
4087. প্রাচীন বাংলার অর্থনৈতিক কৃষি নির্ভর বলা হয়, কেননা এ সময়ে-
A,B
4088. মি. জন একটি পত্রিকার প্রতিবেদন থেকে জানতে পারলো যে ‘B’ এর সময়ে বৌদ্ধ সংস্কৃতিক দুর্দশা নেমে আসে। ‘B’ নিচের কোনটিকে সমর্থন করছে?
- মৌর্য
- গুপ্ত
- পাল
- সেন
4089. ‘ক’ যুগের পর বাংলায় বৌদ্ধ ধর্ম সহজিয়া ধর্মরূপে জনপ্রিয় হয়ে উঠেছিল। উদ্দীপকের সাথে সাদৃশ্য রয়েছে কোন যুগের?
- সেন
- পাল
- গুপ্ত
- আর্য
4090. বস্ত্র শিল্পের জন্য বাংলা প্রাচীনকাল থেকে বিখ্যাত। এর প্রকৃত উদাহরণ হলো-
- মসলিন কাপড়
- রেশমের তৈরি সূক্ষ্মবস্ত্র
- মোটা কাপড়
A,B
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "এসএসসি বাংলাদেশের ইতিহাস কুইজ মডেল টেস্ট অনুশীলন 409"