এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলাদেশের ইতিহাস-3 – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলাদেশের ইতিহাস-3 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 406
4051. গুপ্তদের রাজধানীর নাম কী?
- গ্রিক
- বঙ্গ
- হুগলি
- পুণ্ড্রনগর
4052. শশাংক মালরাজ দেবগুপ্তের সাথে বন্ধুত্ব স্থাপন করেন-
- পুষ্যভূতিদের দমন করতে
- মৌখরীদের দমন করতে
- রাজ্যশ্রীকে বন্দী করতে
A,B
4053. শ্রীচন্দ্রের শাসনামলে চন্দ্রবংশের প্রতিপত্তি উন্নতির চরম শিখরে পৌঁছায়। এ থেকে প্রতিয়মান হয় যে-
- অধিক রাজ্য দখল
- নিঃসন্দেহে বংশের সর্বশ্রেষ্ঠ শাসক
- ভালো যোদ্ধা ছিলেন
- দুর্যোগপূর্ণ যুগ ছিল না
4054. যে বংশের লোকেরা প্রথমে ব্রাক্ষণ থাকে এবং পরে পেশা পরিবর্তিন করে ক্ষত্রিয় হয় তাদেরকে কী বলে?
- ব্রাক্ষণ
- ক্ষত্রিয়
- ব্রক্ষক্ষত্রিয়
- নমশ্রুদ
4055. পরম ভট্রারক কার উপাধি?
- দেব রাজাদের
- সেন রাজাদের
- পাল রাজাদের
- গুপ্ত রাজাদের
4056. দেবপালের সহযোগিতার মঠ প্রতিষ্ঠা হয়-
- জাভায়
- সুমাত্রায়
- মালয়ের নালন্দায়
A,B,C
4057. কার আমলে উৎকীর্ণ তাম্রলিপ্ত হতে গোপালের নির্বাচনের কাহিনী পাওয়া যায়?
- গোপালের
- ধর্মপালের
- দেবপালের
- মহীপালের
4058. সাকিব রংপুর জেলার মাহীগঞ্জ, বগুড়া জেলার মহিপুর এবং দিনাজপুর জেলার মহীসন্তোষ ভ্রমণ করে আসলেন। সাকিব এই এলাকাগুলো ভ্রমণ করে কার ইতিহাস জানতে পারবেন?
- ধর্মপালের
- মহীপালের
- গোপালের
- ন্যায়পালের
4059. মৌর্যদের মতে এদেশে গুপ্তদের রাজধানী ছিল কোথায়?
- কর্ণসুবর্ণ
- পুন্ড্রনগর
- তাম্রলিপ্ত
- চন্দ্রদ্বীপ
4060. বিদ্যা ও বিদ্বানের প্রতি যথেষ্ঠ অনুরাগী ছিলেন কে?
- বিজয় সেন
- বল্লাল সেন
- লক্ষণ সেন
- কেশব সেন
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "এসএসসি-বাংলাদেশের ইতিহাস-3 - এসএসসি-বাংলাদেশের ইতিহাস-3 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 406"