এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলাদেশের ইতিহাস-3 – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলাদেশের ইতিহাস-3 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 402
4011. জনৈক গ্রীক বীরের ভারত ত্যাগের পর ৩২১ খ্রিষ্টপূর্বাব্দে ভারতে এক বিশাল সাম্রাজ্য গড়ে উঠে এবং গুপ্ত যুগের উত্থানের মধ্য দিয়ে এ যুগের অবসান ঘটে।অনুচ্ছেদে কোন সাম্রাজ্যের কথা বলা হয়েছে?
- মৌর্য
- গুপ্ত
- সেন
- ভারত
4012. উক্ত সাম্রাজ্যের পতনের পর আর্বিভার ঘটে-
- গুপ্ত বংশের
- শুঙ্গ বংশের
- কন্ব বংশের
B,C
4013. বল্লাল সেন শেষ জীবন অতিবাহিত করেন কীভাবে?
- বানপ্রস্থ অবলম্বন করে
- ত্রিবেনীতে বিলাসীভাবে
- যাগ-যজ্ঞের মাধ্যমে
- ধ্যানমগ্ন অবস্থায়
4014. বিজয় সেনের সিংসাহসনে আরোহণে যথার্থ কারণ কোনটি?
- হেমন্ত সেনের মৃত্যু
- লক্ষণ সেনের মৃত্যু
- বিমল সেনের মৃত্যু
- সামন্ত সেনের মৃত্যু
4015. লক্ষণ সেনের প্রধানমন্ত্রী ও ধর্মীয় প্রধান কে ছিলেন?
- উমাপতিধর
- হলায়ূধ
- জয়বেব
- গোবর্ধন
4016. ‘ক’ শৈব ধর্মের প্রতি অনুরাগ ত্যাগ করে বৈষ্ণব ধর্ম গ্রহণ করেন। পিতা ও পিতামহের ‘পরম মহেশ্বর’ উপাধির পরিবর্তে ‘পরম বৈষ্ণব’ উপাধি গ্রহণ করেন। ‘ক’ এর সাথে মিল রয়েছে-
- সামন্ত সেন
- লক্ষণ সেন
- বল্লাল সেন
- বিজয় সেন
4017. শশাঙ্ক কীভাবে স্বীয় শক্তি বৃদ্ধি করেন?
- সৈন্য নিয়োগের মাধ্যমে
- দেবগুপ্তের সাথে বন্ধুত্ব স্থাপনের মাধ্যমে
- থানেশ্বরের সাথে বন্ধুত্ব স্থাপনের মাধ্যমে
- কনৌজের সাথে আত্নীয়তার মাধ্যমে
4018. কবিরের গ্রামের বাড়িতে ‘ঘ’ কে গ্রাম প্রতিনিধি নির্বাচন করা হয়। ‘ঘ’ পাল আমলের কোনটিকে নির্দেশ করছে?
- সামন্তরাজ
- দূতক
- নৌপ্রধান
- মণ্ডল
4019. গোপালের শাসনের বাইরে থেকে যায় কোন অঞ্চল?
- উত্তর-পূর্ব বাংলা
- দক্ষিণ-পূর্ব বাংলা
- পশ্চিম-পূর্ব বাংলা
- উত্তর-দক্ষিণ বাংলা
4020. কোন ঐতিহাসিক লক্ষণ সেনের দানশীলতা ও ঔদার্যের ভূয়সী প্রশংসা করেছেন?
- মিনহাজ
- ফিরোজ শাহ
- ফা-হিয়েন
- হিউয়েন সাং
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "এসএসসি-বাংলাদেশের ইতিহাস-3 - এসএসসি-বাংলাদেশের ইতিহাস-3 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 402"