এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলাদেশের ইতিহাস-3 – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলাদেশের ইতিহাস-3 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 390
3891. ধর্মপালের শাসন প্রতিষ্ঠিত ছিল-
- বাংলায়
- বিহারব্যাপী
- উড়িষ্যাব্যাপী
A,B
3892. দেবপাল আধিপত্য বিস্তার করতে সক্ষম হয়-
- উড়িষ্যার ওপর
- কামরুপের ওপর
- বাংলার ওপর
A,B,C
3893. উত্তরবঙ্গের বরেন্দ্র অঞ্চলের বিদ্রোহের নায়ক কে ছিলেন?
- নারায়ণ পাল
- মহীপাল
- দিব্যোক
- কৈতরের আরাম শাহ
3894. রামচরিত কার লেখা?
- সন্ধাকর নন্দী
- বিজয় নন্দী
- হরপ্রসাদ নন্দী
- কৌটিল্য
3895. কত শতকের মাঝামাঝি পাল বংশের পতন ঘটে?
- এগারো
- বারো
- তেরো
- চৌদ্দ
3896. বাংলার পশ্চিম ও উত্তর বাংলা নিয়ে অবস্থান ছিল কোন রাজ্যের?
- তাম্রলিপ্ত
- চন্দ্রদ্বীপ
- বরেন্দ্র
- গৌড়
3897. মৌর্য বংশ প্রতিষ্ঠিত হয় কত খ্রিষ্টাব্দে?
- 319
- 320
- 321
- 322
3898. সেন যুগে রানীকে রাজকীয় মর্যাদা দেওয়া হয়। এটি কী প্রমাণ করে?
- নারীদের প্রতি সেনদের দুর্বলতা
- নারীদের অধিকার সম্পর্কে সেনদের সচেতনতা
- রানী খুব ক্ষমতাবান ছিলেন
- রাজার তুলনায় রানির মর্যাদা ছিল প্রতিষ্ঠিত
3899. নালন্দয় এক বিশাল বৌদ্ধ মন্দির নির্মাণ করেন কে?
- বিগ্রহপাল
- নারায়ণপাল
- মহীপাল
- শুরপাল
3900. গঙ্গা নদীর স্রোত হিসেবে সমর্থনযোগ্য-
- ভাগীরথী
- বঙ্গোপসাগর
- পদ্মা
A,C
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "এসএসসি-বাংলাদেশের ইতিহাস-3 - এসএসসি-বাংলাদেশের ইতিহাস-3 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 390"