এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলাদেশের ইতিহাস-2 – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলাদেশের ইতিহাস-2 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 385
3841. নিলার পঠিত কোন জনপদ থেকে বাঙ্গালি জাতির উৎপত্তি?
- গৌড়
- পুণ্ড্র
- সমতট
- বঙ্গ
3842. পুণ্ড্র জনপদের রাজধানী পুণ্ড্রনগর থেকে পুণ্ড্রবর্ধনে রুপান্তরিত হয় কখন?
- চতুর্থ-পঞ্চম শতকে
- পঞ্চম-ষষ্ঠ শতকে
- ষষ্ঠ-সপ্তম শতকে
- সপ্তম-অষ্টম শতকে
3843. কোন সম্রাটের রাজত্বকালে প্রাচীন পুণ্ড্র রাজ্য স্বাধীন সত্তা হারায়?
- সম্রাট জাহাঙ্গীর
- সম্রাট আকবর
- সম্রাট অশোক
- সম্রাট হুমায়ুন
3844. ইতিহাসের খ্রিষ্টপূর্ব কয়েক শতক পূর্বের সময় থেকে খ্রিষ্টীয় পঞ্চম শতককে কী বলা হয়ে থাকে?
- প্রাচীন যুগ
- মধ্যযুগ
- ঐতিহাসিক যুগ
- প্রাগৈতিহাসিক যুগ
3845. প্রাচীন সভ্যতার নিদর্শনের দিক দিয়ে নিচের কোনটি প্রাচীন বাংলার সবচেয়ে সমৃদ্ধ জনপদ?
- পুণ্ড্র
- গৌড়
- বঙ্গ
- সমতট
3846. অনেকে শুধু সিলেটের সাথে হরিকেলকে মনে করতেন কারণ-
- হরিকেল সমতটের অন্যতম অংশ হওয়ায়
- হরিকেল সিলেট পর্যন্ত বিস্তৃত হওয়ায়
- সমুদ্রকুলবর্তী অঞ্চল পর্যন্ত বিস্তৃত হওয়ায়
- হরিকেল মোটামুটি বঙ্গের অংশ হওয়ায়
3847. কত শতক হতে প্রাচীন বাংলার জনপদগুলোর নাম জানা যায়-
- ৪র্থ শতক
- ৫ম শতক
- ৬ষ্ঠ শতক
- ৭ম শতক
3848. প্রাচীন বাংলার ইতিহাস কাকে জনপদের মর্যাদা দেওয়া হয়?
- পুণ্ড্রকে
- বঙ্গকে
- সমতটকে
- বরেন্দ্রকে
3849. পাল বংশের শেষ পর্যায়ে বঙ্গ কয়টি জনপদে বিভক্ত হয়ে যায়?
- দুটি
- তিনটি
- চারটি
- পাঁচটি
3850. সাত শতকের গোড়ার দিকে বাংলা তিনটি জনপদ নামে পরিচিত হতো। এগুলো হলো-
- পুণ্ড্রবর্ধন
- গৌড় ও বঙ্গ
- সমতট ও বরেন্দ্র
A,B
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "এসএসসি-বাংলাদেশের ইতিহাস-2 - এসএসসি-বাংলাদেশের ইতিহাস-2 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 385"